বেনিয়াপুকুর ধর্ষণকাণ্ডে ধৃত অভিযুক্ত
বেনিয়াপুকুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মিন্টু ভোরাকে গ্রেফতার করল পুলিস। শুক্রবার গভীর রাতে বেনিয়াপুকুর এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিস সুত্রে খবর ধৃত মিন্টু ভোরার বিরুদ্ধে আগেও কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ ছিল।
বেনিয়াপুকুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মিন্টু ভোরাকে গ্রেফতার করল পুলিস। শুক্রবার গভীর রাতে বেনিয়াপুকুর এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিস সুত্রে খবর ধৃত মিন্টু ভোরার বিরুদ্ধে আগেও কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ ছিল। বৃহস্পতিবার গভীর রাতে লেডিস পার্ক অঞ্চলে এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মিন্টু ভোরাকে। আজ তাকে আদালতে পেশ করা হবে।
বৃহস্পতিবার গভীর রাতে বেনিয়াপুকুর থানার লেডিস পার্ক অঞ্চলে এক তরণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মুম্বই প্রবাসী ওই তরুণীকে পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ওই তরুণী নিজেই বেনিয়াপুকুর থানায় গিয়ে অভিযোগ জানান। তদন্ত শুরু করে পুলিস। শেষ পর্যন্ত শুক্রবার রাতে বেনিয়াপুকুর এলাকায় অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিস।
ওই তরুণীর দাবি, কাজের খোঁজে মুম্বই থেকে কলকাতা এসেছিলেন তিনি। থাকতেন সন্তোষপুরে কাকার বাডিতে। বাড়িতে বচসা হওয়ায় কলকাতা থেকে মুম্বই ফেরার জন্য তিনি শিয়ালদহ স্টেশনে যান। সেখানেই মিন্টু ভোরার সঙ্গে তার আলাপ হয়। মুম্বই ফিরে যাওয়ার টাকা দেওয়ার লোভ দেখিয়ে বৃহস্পতিবার মিন্টু ভোরা ওই তরুণীকে ট্যাক্সি করে হাওড়া এবং তোপসিয়া নিয়ে যায় বলে অভিযোগ। গভীর রাতে ট্যাক্সি করে অভিযোগকারিণীকে আনা হয় লেডিস পার্কে। অভিযোগ, সেখানে যুবকটির দেওয়া ঠাণ্ডা পানীয় খেয়ে আচ্ছন্ন হয়ে পড়লে পার্ক লাগোয়া একটি গলিতে তাঁকে ধর্ষণ করা হয়। শুক্রবার মেডিক্যাল পরীক্ষার পর ওই তরুণীকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ধৃত মিন্টু ভোরাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেই কয়েকটি চুরি-ছিনতাইয়ের অভিযোগ ছিল। তার বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে। তা খতিয়ে দেখছে পুলিস। ধৃত মিন্টু ভোরাকে শনিবার আদালতে পেশ করা হবে। তার পুলিস হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিস।