প্রতিবাদী মৌসুমী ও টুম্পাকে কুর্নিশ কবি শঙ্খ ঘোষের, স্বস্তির ছবি কামদুনিতে

Updated By: Jan 31, 2016, 01:08 PM IST
প্রতিবাদী মৌসুমী ও টুম্পাকে কুর্নিশ কবি শঙ্খ ঘোষের, স্বস্তির ছবি কামদুনিতে

কামদুনির প্রতিবাদী মৌসুমী ও টুম্পা কয়ালকে কুর্নিশ জানালেন কবি শঙ্খ ঘোষ। মৌসুমী ও টুম্পার মত মেয়েতে ভরে যাক দেশ। এরা আমাদের দেশের গৌরব। চব্বিশ ঘণ্টাকে জানালেন শঙ্খ ঘোষ।

সাজা ঘোষণার পরের দিন অনেকটাই স্বস্তির ছবি কামদুনিতে। গতকালের পর আজও গ্রামে টহল দিচ্ছে পুলিস।  তিনজনের ফাঁসি এবং বাকি তিনজনের আমৃত্যু কারাবাস, কামদুনিবাসীর আড়াই বছরের লড়াইকে মান্যতা দিয়েছে অনেকটাই। এমনটাই মনে করছেন গ্রামবাসীরা। তবে একইসঙ্গে রয়েছে উত্কণ্ঠাও। যে দুজন বেকসুর খালাস পেয়েছে তারা যদি ফের অশান্তি ছড়ায় এই ভাবনাটাই কুরে কুরে খাচ্ছে কামদুনিকে। তাই নির্যাতিতার পরিবারের পাশাপাশি খালাস পাওয়া দুজনের শাস্তির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার লড়াইয়ে সামিল হতে চান কামদুনিবাসী।

.