সফরসূচি চূড়ান্ত, নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া থেকে ভাষণ মোদীর
একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের বাংলায় নরেন্দ্র মোদী। ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। চূড়ান্ত হয়ে গিয়েছে সফর সূচিও। সেদিন দুপুর সাড়ে ৩টের সময় ন্য়াশনাল লাইব্রেরিতে পৌঁছবেন মোদী। সেখানে নেতাজির উপর একটি আন্তর্জাতিক সেমিনারে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য় ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিকেল সাড়ে চারটে নাগাদ ভিক্টোরিয়ায় ঢুকবেন মোদী। ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাজস্থান ও বাংলার শিল্পীরা। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভাষণ। দিনভর ঠাসা কর্মসূচি সেরে সন্ধ্যা ফের দিল্লি চলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শিয়রে একুশের বিধানসভা ভোট। লক্ষ্য বাংলা দখল। কখনও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কখনও অমিত শাহ। দফায় দফায় বাংলা সফরে হাজির হয়েছে গেরুয়া শিবিরের নেতৃত্ব। এবার বাংলায় আসছেন খোদ নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের মতে, নেতাজিকে হাতিয়ার করে বাঙালির আবেগকে ছুঁতে চাইছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দিন কয়েক আগেই নেতাজির জন্মদিনকে 'পরাক্রম দিবস' ঘোষণা করেছে ভারত সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই ২৩ জানুয়ারি দিনটিকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে।