আজ আদালতে পিঙ্কি প্রামাণিকের মেডিক্যাল রিপোর্ট

সোমবারই পিঙ্কি প্রামাণিকের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট পৌঁছছে এসএসকেএমে। কেরিওটাইপিং অর্থাত্‍ ক্রোমজোম বিন্যাস পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান বিশ্বনাথ কাহালি। এসএসকেএম হাসপাতালের সুপার ডা. তমালকান্তি ঘোষ জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর রির্পোট পাঠানো হবে বারাসত আদালতে।

Updated By: Jul 10, 2012, 09:33 AM IST

সোমবারই পিঙ্কি প্রামাণিকের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট পৌঁছছে এসএসকেএমে। কেরিওটাইপিং অর্থাত্‍ ক্রোমজোম বিন্যাস পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান বিশ্বনাথ কাহালি। আগামিকাল আলোচনায় বসবে পিঙ্কির লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত এসএসকেএমের ১১ সদস্যের মেডিক্যাল বোর্ড। এসএসকেএম হাসপাতালের সুপার ডা. তমালকান্তি ঘোষ জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর রির্পোট পাঠানো হবে বারাসত আদালতে।
অন্যদিকে ধর্যণ মামলায় ধৃত জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে 'হেনস্তা'র প্রতিবাদে এদিন বারাসাত আদালতে বিক্ষোভ প্রদর্শন করা হতে পারে কয়েকটি গণসংগঠনের তরফে। মেডিক্যাল রিপোর্ট পেশ বা আদালতের রায় ঘোষিত হওয়ার আগেই আন্তর্জাতিক পর্যায়ের মহিলা অ্যাথেলেটিক্সে অংশগ্রহণকারী পিঙ্কিকে যেভাবে জেলের পুরুষ সেলে রাখা হয়েছে এবং পুরুষ পুলিসকর্মীরা তাঁর সঙ্গে অভব্য আচরণ করছেন, ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার প্রতিবাদ জানিয়েছে। বুল চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদারের মতো প্রাক্তন ক্রীড়াবিদরাও এ বিষয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

.