দলের পিঠ বাঁচানোর চেষ্টা পার্থর

প্রেসিডেন্সিতে ভাঙচুরের ঘটনায় সরকার এবং দলের পিঠ বাঁচাতে এবার নতুন তত্ত্ব সামনে আনলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, জনৈক সিপিআইএম কর্মী পাপ্পুই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে।  

Updated By: Apr 12, 2013, 07:59 PM IST

প্রেসিডেন্সিতে ভাঙচুরের ঘটনায় সরকার এবং দলের পিঠ বাঁচাতে এবার নতুন তত্ত্ব সামনে আনলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, জনৈক সিপিআইএম কর্মী পাপ্পুই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে।  
ভাঙচুরে তৃণমূলের কেউ যুক্ত নন। প্রথম থেকেই এমনই দাবি করে আসছিলেন শাসক দলের নেতারা। কিন্তু ঘটনার দিনের ছবি বলছে অন্য কথা। পরিচিত তৃণমূল নেতাদের দেখা গিয়েছে ভিডিও ফুটেজে। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সমর্থক। এরপর নিজেদের পিঠ বাঁচাতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস।
 
পাপ্পুর বিরুদ্ধে পুলিসের কাছে দাবি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পাপ্পুকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

.