নতুন ভোটার তালিকা নিয়ে কমিশনকে তোপ পার্থর

রাজনৈতিক দলগুলিকে না জানিয়েই ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ ভুলে ভর্তি এই তালিকা প্রকাশ করে শুধু সমস্যাই তৈরি করেনি কমিশন, বরং এর ফলে আগামী দিনে আরও বেশী সংশয় তৈরি করবে।

Updated By: Sep 16, 2016, 09:11 PM IST
নতুন ভোটার তালিকা নিয়ে কমিশনকে তোপ পার্থর

ওয়েব ডেস্ক : রাজনৈতিক দলগুলিকে না জানিয়েই ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ ভুলে ভর্তি এই তালিকা প্রকাশ করে শুধু সমস্যাই তৈরি করেনি কমিশন, বরং এর ফলে আগামী দিনে আরও বেশী সংশয় তৈরি করবে।

আরও পড়ুন- নারদ তদন্তে হাইকোর্টের নয়া নির্দেশ

এবিষয়ে আজ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "ভোটার তালিকায় প্রচুর ভুলত্রুটি রয়েছে। এতে প্রতিটা জেলাতেই সমস্যা দেখা দিয়েছে। দলের তরফে এর প্রতিবাদ জানানো হয়েছে। জনপ্রতিনিধিদেরও ভোটার তালিকা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।" শুধু তৃণমূল কংগ্রেসেই নয় এই ভোটার তালিকা নিয়ে বিরোধীরাও সরব হয়েছে।

.