Partha Chatterjee Hospitalized: জেলে ফের শ্বাসকষ্ট পার্থর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

Partha Chatterjee Hospitalized: জেলের চিকিৎসকেরা প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করে এসএসকেএম হাসপাতালে পাঠানোর কথা বলেন

Updated By: Jan 20, 2025, 09:18 PM IST
Partha Chatterjee Hospitalized: জেলে ফের শ্বাসকষ্ট পার্থর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

সন্দীপ প্রামাণিক ও বরুন সেনগুপ্ত: প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ হয় পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই প্রথমে তাঁকে নেবুলাইজার দেওয়া হয়। পরে তাঁকে ভর্তি করে নেওয়া হয় ইমার্জেন্সি ওয়ার্ডের ৪০ নম্বর বেডে।

আরও পড়ুন-থামিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকা আবার পৃথিবীর সেরা হবে: শপথের প্রাকমুহূর্তে আক্রমণাত্মক ট্রাম্প...

এদিন সন্ধেয় পার্থকে প্রথম নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ইমার্জেন্সিতে। সেখানেই তাঁকে চেয়ারে বসিয়ে নেবুলাইজ করা হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় কার্ডিওলজির ইমার্জেন্সিতে। সেখানে চিকিত্সকরা তাঁকে দেখে নেওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে। শেষপর্যন্ত তাঁকে ভর্তি করে নেওয়া হয় ইমার্জেন্সির ৪০ নম্বর বেডে। এমনটাই সূত্রের খবর।

শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অসুস্থতার কথা তিনি আদালতেও জানিয়েছেন। এর আগেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিনকয়েক আগে তিনি বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় এসএসকেএম হাসপাতালে। শেষপর্যন্ত তাঁকে জেল হাসপাতালেই ভর্তি করা হয়।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি যাতে অসুস্থতার অজুহাতে রাজ্যের হাসপাতালে ভর্তি হতে না পারেন সেই লক্ষ্য তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমসে। গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট তাঁর জামিন মামলায় জানায়, চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন তিনি। সেই মতো ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.