Park Circus Firing: মানসিক অবসাদেই এলোপাথাড়ি গুলি? পার্ক সার্কাসে পুলিসকর্মীর মৃত্যুতে রহস্য

 ছুটি থেকে ফিরে এসে আজই ডিউটিতে যোগ দেন। সশস্ত্র পুলিসের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হয়।

Updated By: Jun 10, 2022, 04:21 PM IST
Park Circus Firing: মানসিক অবসাদেই এলোপাথাড়ি গুলি? পার্ক সার্কাসে পুলিসকর্মীর মৃত্যুতে রহস্য
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বাড়ি গিয়েছিলেন ওই পুলিসকর্মী। ছুটি থেকে ফিরে এসে আজই ডিউটিতে যোগ দেন। সশস্ত্র পুলিসের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হয়। মনে করা হচ্ছে, কোনও মানসিক অবসাদে ছিলেন। এলোপাথাড়িভাবে গুলি ছোঁড়েন। দুটো খালি কার্তুজ পাওয়া গিয়েছে। চৌদুপ লেপচা নামে ওই পুলিসকর্মীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের তরফে মহিলার মৃত্যু সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মহিলাকে খুব আশঙ্কাজনক অবস্থায় সিএনএমসি-তে নিয়ে যাওয়া হয়। আরও দুজন আহত হয়েছে। পার্ক সার্কাসে গুলিকান্ডে এমনটাই জানালেন পুলিস কমিশনার বিনীত গোয়েল ও অতিরিক্ত পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠি। ঘটনার পরই দুজনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। 

শুক্রবার ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা। রক্তারক্তি কান্ড পার্ক সার্কাসে (Park Circus)। এলোপাথাড়ি গুলি (Firing) চালাতে শুরু করে চৌদুপ লেপচা নামে ওই পুলিসকর্মী। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। বুকে গুলি লাগে তাঁর।  তারপরই 'আত্মঘাতী' হন অভিযুক্ত পুলিসকর্মী। নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করেই 'আত্মঘাতী' হন ওই পুলিসকর্মী। নিজের মাথায় গুলি করেন ওই কনস্টেবল। কালিম্পঙে বাড়ি চৌদুপ লেপচার।

জানা যাচ্ছে, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে। এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। গুলিতে আরও একজন জখম হয়েছেন। তাঁর কোমরে গুলি লেগেছে। গাড়িতেও গুলি লাগে। 'আত্মঘাতী' কনস্টেবল চৌদুপ লেপচা তপসিয়া থানার অধীনে পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনের কিয়স্কে কর্তব্যরত ছিলেন।

আরও পড়ুন, Cattle Smuggling Case: পরিচারিকার নামেও ফ্ল্যাট, 'ধনকুবের' সায়গলের বিপুল সম্পত্তি! লাখ লাখ টাকার সোনার গয়না

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.