Panchayat Election 2023: বিরোধী প্রার্থীদের নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের, মনোনয়নে এসকর্ট করবে পুলিস
জানা গিয়েছে যে হাইকোর্টে যেসব প্রার্থীরা এসেছেন তাঁদেরকে থানায় নিয়ে যাবে কলকাতা পুলিস। সেখান থেকে তাঁদেরকে এসকোর্ট করে নিয়ে যাওয়া হবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আইএসএফ, বিজেপি এবং সিপিআইএম সকলেই মামলা করেছিল যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে।
অর্নবাংশু নিয়োগী: বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ। পুলিসি নিরাপত্তায় মনোনয়ন জমা দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কলকাতা পুলিসকে এস্কোর্ট দিয়ে প্রার্থীদের নিয়ে যেতে হবে বলে জানা গিয়েছে। বসিরহাট, ক্যানিং, ভাঙড়ের প্রার্থীদের পৌঁছে দিতে হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে যে হাইকোর্টে যেসব প্রার্থীরা এসেছেন তাঁদেরকে থানায় নিয়ে যাবে কলকাতা পুলিস। সেখান থেকে তাঁদেরকে এসকোর্ট করে নিয়ে যাওয়া হবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আইএসএফ, বিজেপি এবং সিপিআইএম সকলেই মামলা করেছিল যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে।
আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েতের রায়ের অংশ পুনর্বিবেচনার আর্জি, আদালতের দ্বারস্থ রাজ্য
কলকাতার ক্ষেত্রে এই নির্দেশ থাকলেও বাকি যায়গায় এসপি-দের কে ব্যবস্থা করতে হবে প্রার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে।
রাজ্য পুলিস রাজ্য সরকারের তরফে আইনজীবী বাধা দেয় এই রায় দেওয়ার সময়। সেই সময়েই এই মন্তব্য করা হয় যে, ‘গনতন্ত্রের জন্য এই নির্দেশ কার্যকর হওয়া উচিত। এই কারনেই নির্দেশ দেওয়া হচ্ছে। কলকাতা পুলিস এবং জেলা পুলিস যৌথ ভাবে ব্যবস্থা করবে প্রার্থীকে পৌঁছে দেওয়ার বিষয় যাতে তাঁরা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারেন।
আরও পড়ুন: Kolkata Airport fire: কলকাতা বিমানবন্দরে আগুন, কারণ খুঁজতে আজ ফরেনসিক ও ডিজিসিএ টিম
বিশেষ করে বসিরহাট, ক্যানিং, কাশিপুর, ভাঙড় এলাকায় অনেককেই মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। আইএসএফ, বিজেপি এবং সিপিআইএম প্রত্যেকেই কলকাতা হাইকোর্টে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কএকজন প্রার্থী কলকাতা হাইকোর্টে এসেছিলেন। তাদেরকে কলকাতা পুলিস এসকর্ট করে নিয়ে যাবে এবং জেলায় থাকা প্রার্থীদেরকে নিয়ে যাওয়ার বিষয়ে ব্যবস্থা করবেন এসপি।
রাজ্যের তরফ থেকে এই নির্দেশ দেওয়ার সময় বাধা দেওয়া হলে হাইকোর্ট জানায়, ‘পুলিসের জন্য আপনাদের উদ্বেগকে বাহবা দিয়েও বলছি সংবিধান রক্ষার স্বার্থে কলকাতা পুলিস এসকর্ট করে গন্তব্যে পৌঁছে দেবে এমন নির্দেশ দেওয়া দরকার’।