বাজারে এখন পেট্রোলের থেকেও দাম বেশি পেঁয়াজের

বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দ্রুত ছড়াচ্ছে সেই আগুন। তাকে কাবু করার ক্ষমতা নেই গোটা দমকল বিভাগের। কারণ আগুন লেগেছে পেঁয়াজের দামে। জ্বলছে মধ্যবিত্তের পকেট। পিছিয়ে পড়েছে পেট্রোল। দামের দৌড়ে একাই এগিয়ে চলেছে পেঁয়াজ। পেরিয়ে যাচ্ছে একের পর এক মাইলস্টোন। আর সেই ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল।

Updated By: Aug 23, 2015, 10:22 PM IST
বাজারে এখন পেট্রোলের থেকেও দাম বেশি পেঁয়াজের

ওয়েব ডেস্ক: বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দ্রুত ছড়াচ্ছে সেই আগুন। তাকে কাবু করার ক্ষমতা নেই গোটা দমকল বিভাগের। কারণ আগুন লেগেছে পেঁয়াজের দামে। জ্বলছে মধ্যবিত্তের পকেট। পিছিয়ে পড়েছে পেট্রোল। দামের দৌড়ে একাই এগিয়ে চলেছে পেঁয়াজ। পেরিয়ে যাচ্ছে একের পর এক মাইলস্টোন। আর সেই ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল।

কেমন বিকোচ্ছে পেঁয়াজ? একনজরে বাজারদর।

মানিকতলা বাজার-৭০ টাকা
লেকমার্কেট-৮০ টাকা
ল্যান্সডাউন মার্কেট-৭০ টাকা
গড়িয়াহাট মার্কেট-৭০-৮০টাকা
গড়িয়াবাজার-৭০ টাকা

পেঁয়াজের এমন আগুনে মেজাজের কারণ কী? জানতে ঢুঁ মেরেছিলাম কোলে মার্কেটের পাইকারি বাজারে। কোলে মার্কেটে পেঁয়াজ বিকোচ্ছে কেজিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায়। উত্সবের মরশুমে আরও বাড়তে পারে দাম। তখনই কি সেঞ্চুরিতে পৌছবে পেঁয়াজ? আশঙ্কা রয়েই গেল।

.