ঈদের আগে শেষ রবিবার খাঁ খাঁ করছে চত্বর, সচেতনতার বার্তা দিচ্ছে নিউ মার্কেট

মূলত, ব্যবসায়ী সমিতি থেকেই মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Updated By: May 9, 2021, 01:21 PM IST
ঈদের আগে শেষ রবিবার খাঁ খাঁ করছে চত্বর, সচেতনতার বার্তা দিচ্ছে নিউ মার্কেট

নিজস্ব প্রতিবেদন: ১৪ তারিখে ঈদ। তার আগে এটি শেষ রবিবার। গোটা নিউ মার্কেট খাঁ খাঁ করছে। কোনও দোকানপাঠ খোলা নেই। সাটার পড়েছে গোটা চত্বরে। প্রত্যেক বছর ঈদের আগে মানুষের ঢল দেখা যায় নিউ মার্কেট চত্বরে। কেনাকাটার রব লেগে যায়। কিন্তু আজ তাঁর বিন্দুমাত্র কোনও আঁচ নেই। হগ মার্কেট, নিউ মার্কেট, সবটা বন্ধ। এমনকি ফুটপাথেও বসেননি বিক্রেতারা। অনেক জায়গায় দেখা যায়, মার্কেট বন্ধ থাকলেও ফুটপাথের দোকানগুলি খোলা রয়েছে। কিন্তু নিউ মার্কেটের চিত্রটা সম্পূর্ণ আলাদা। বলা যায়, সচেতনতার বার্তা দিচ্ছে নিউ মার্কেট। 

নিউ মার্কেটে কোনও মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। সুতরাং, একাংশ যে একটু হলে সচেতন হয়েছে, তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এই চত্বরে। পাশাপাশি এটাও স্পষ্ট করোনার কাটায় ব্যবসা মুখ থুবড়ে পড়েছে, রোজগার বন্ধ হয়ে গিয়েছে। সম্পূর্ণ বিক্রি বন্ধ থাকলে হাড়িতে কী করে ভাত চাপবে তা নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছে ব্যবসায়ীদের। 

মূলত, ব্যবসায়ী সমিতি থেকেই মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

.