কাল রাজ্যে কোনও বনধ হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী

আগামিকাল রাজ্যে কোনও বনধ হচ্ছে না। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, বনধে কারও কোনও ক্ষতি হলে, ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

Updated By: Sep 1, 2016, 05:56 PM IST
কাল রাজ্যে কোনও বনধ হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: আগামিকাল রাজ্যে কোনও বনধ হচ্ছে না। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, বনধে কারও কোনও ক্ষতি হলে, ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- সিঙ্গুরের জমি ফেরত নিয়ে কী বললেন মমতা

এদিকে, সিঙ্গুরে যার যেখানে যে পরিমান জমি ছিল, তাঁকে সেখানে ততটা জমিই ফেরত দেওয়া হবে। নবান্নে সিঙ্গুর নিয়ে স্ট্রাটেজি বৈঠক শেষে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কার্যালয়ের সামনে গুলি চলার অভিযোগ উঠল। কোচবিহারের  চৌপাটি এলাকার ঘটনা। তৃণমূল নেতা তথা পুর চেয়ারম্যানের পুত্র শুভজিত্‍ কুণ্ডুর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। জখম রতন চক্রবর্তী নামে এক তৃণমূল সমর্থক MGN হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার  করেছেন শুভজিত্‍ কুন্ডুর।

.