শালিমার পেন্টস খোলা নিয়ে আলোচনায় মিলল না রফাসূত্র
Updated By: Jul 23, 2014, 09:29 PM IST
বন্ধ শালিমার পেইন্টস কারখানা খোলা নিয়ে আলোচনায় মিলল না কোনও সমাধানসূত্র।
গত সপ্তাহেই শালিমার পেইন্টস কারখানায় বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। আজ এনিয়ে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কারখানা কর্তৃপক্ষ। বৈঠকে কারখানা খোলার জন্য আট দফা প্রস্তাব পেশ করা হয় কারখানা কর্তৃপক্ষের তরফে।
মূল শর্ত ছিল কারখানা চালু করার জন্য ৬০ কোটি টাকা অনুদান দিক রাজ্য সরকার। তবে সেই শর্ত খারিজ করে দেওয়া হয় রাজ্যের তরফে। অন্যদিকে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, কারখানার একশো আটত্রিশ জন শ্রমিক এবং ষোলো জন কেরানীর কাউকেই ছাঁটাই করা যাবে না। এই মর্মে মুচলেকা দিতে বলা হয় কারখানা কর্তৃপক্ষকে। প্রাথমিক আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, প্রস্তাবগুলি নিয়ে ফের ৬ অগাস্ট বৈঠকে বসবে দুপক্ষ।