শহরে এসে পৌঁছলেন নতুন রাজ্যপাল, স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রীরা

কলকাতা: শহরে এসে পৌছলেন নতুন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

Updated By: Jul 23, 2014, 09:10 PM IST
শহরে এসে পৌঁছলেন নতুন রাজ্যপাল, স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রীরা

কলকাতা: শহরে এসে পৌছলেন নতুন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। আগামিকাল বেলা একটায় শপথ নেবেন তিনি। পরিবারের অন্য সদস্যদের নিয়ে আজ হাওড়া স্টেশনে এসে পৌঁছন নতুন রাজ্যপাল। তাঁকে অভ্যর্থনা জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র।

হাওড়া স্টেশনেই নতুন রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিহারের রফিগঞ্জে মাওবাদী হামলার কারণে প্রায় ছয় ঘণ্টা পর কলকাতায় পৌছন নতুন রাজ্যপাল।  

কেশরীনাথ আজ এলেন। কাল দেড়টায় শপথগ্রহণ। রাজধানী এক্সপ্রেসে এলাহাবাদ থেকে আসছেন। সকাল থেকে হাওড়া স্টেশনে সাজো সাজো রব। সকাল থেকে ব্যান্ড পার্টি এসে দাঁড়িয়ে আছে। কিন্তু উনি এলেন। আসার আগেই বিপত্তি। বিহারে ট্র্যাক ওড়াল মাওবাদীরা। সকাল ৯টা ৫৫-য় পৌছনোর কথা ছিল। সেটা পৌছল বিকেল চারটেরও পরে।

.