স্বরাষ্ট্রসচিবের অনুপস্থিতিতে হল না একুশে জুলাইয়ের শুনানি
একুশ জুলাইয়ের ঠিক ২৪ ঘণ্টা আগে একুশে জুলাইয়ের ঘটনায় গঠিত কমিশনের প্রথম শুনানির দিন। কিন্তু কোনও কাজই হল না এদিন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবের আসার কথা থাকলেও তিনি আসেননি। ফলে কমিশনের শুনানি মুলতুবি হয়ে যায়। কমিশনের কাছে প্রয়োজনীয় নথির অধিকাংশই এখনও এসে পৌঁছয়নি।
একুশ জুলাইয়ের ঠিক ২৪ ঘণ্টা আগে একুশে জুলাইয়ের ঘটনায় গঠিত কমিশনের প্রথম শুনানির দিন। কিন্তু কোনও কাজই হল না এদিন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবের আসার কথা থাকলেও তিনি আসেননি। ফলে কমিশনের শুনানি মুলতুবি হয়ে যায়। কমিশনের কাছে প্রয়োজনীয় নথির অধিকাংশই এখনও এসে পৌঁছয়নি।
গত বছর ৪ নভেম্বর নতুন সরকারের তরফে ২১ জুলাইয়ের ঘটনায় এক সদস্যের তদন্ত কমিশন গঠিত হয়। দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সুশান্ত চ্যাটার্জিকে। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিসের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন কর্মী। সেই ঘটনার তদন্তেই গঠিত এই কমিশন। প্রথমে কমিশনের মেয়াদকাল ৬ মাস থাকলেও পরে আরও ছমাস বাড়ানো হয়। শুক্রবার বিচারপতি সুশান্ত চ্যাটার্জির কমিশনে আসার কথা ছিল স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি চিঠি দিয়ে জানিয়ে দেন, দার্জিলিং-এ জিটিএ নির্বাচন নিয়ে বৈঠক থাকার কারণে তিনি আসতে পারছেন না।
স্বরাষ্ট্রসচিবকে ফের ডাকা হয়েছে আগামী ২২ অগাস্ট। এছাড়া আগামী ২৪ তারিখ থেকে ছটি থানার ওসি-দের ডাকা হয়েছে।