'উইকেন্ড' আমেজে বিভাগীয় কাজকর্ম, সাতসকালে মেডিক্যালে সারপ্রাইজ ভিজিটে নির্মল মাজি

শনিবার সকালে সারপ্রাইজ ভিজিটে আসেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা মন্ত্রী নির্মল মাজি । 

Updated By: Mar 16, 2019, 01:32 PM IST
'উইকেন্ড' আমেজে বিভাগীয় কাজকর্ম, সাতসকালে মেডিক্যালে সারপ্রাইজ ভিজিটে নির্মল মাজি

নিজস্ব প্রতিবেদন: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশিরভাগ সময়ই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, চিকিত্সক সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা সঠিক সময়ে এসে পৌঁছান না। রোগী ও তাদের পরিবারের এই অভিযোগ ছিল দীর্ঘদিনের। আজ তারই প্রমান মিলল হাতে নাতে। শনিবার সকালে সারপ্রাইজ ভিজিটে আসেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা মন্ত্রী নির্মল মাজি । সুপারের অফিস সহ সমস্ত বিভাগ ঘুরে দেখেন তিনি। দেখা যায় অ্যাকাউন্ট বিভাগ, সহ সুপার ও অন্যান্য আরও অনেকেই তখনও এসে হাজির হননি। সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত হাসপাতালেই ছিলেন মন্ত্রী। 

আরও পড়ুন: ভোটে অশান্তি এড়াতে ক'জনকে গ্রেফতার? ADG-র কাছে তালিকা চাইল CEO

এ প্রসঙ্গে নির্মল মাজি বলেন, "শনিবার অনেকেই কাজে আসেন না। ঢিলেমি দেন। বিভিন্ন বিভাগে আধিকারিকরা আসেন না বা এলেও অনেক দেরিতে। বহুদিন ধরেই এই ধরনের অভিযোগ আসছিল। আজ সেটাই যাছাই করতে আসা।" তিনি আরও বলেন আজ হাতে নাতে টের পেলাম। অ্যাসিস্ট্যান্ট সুপার, হাসপাতালের কর্মীসহ অনেকেই এখনও আসেননি। বুঝিয়ে বলা হয়েছে প্রত্যেককে। কাজ ঠিক মতো না হলে এবং অবস্থার পরিবর্তন না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।"

হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, "এটা রুটিন হাজিরা ছিল।  উনি আজ ৯:১৫ নাগাদ এসেছিলেন। সাড়ে দশ টা পর্যন্ত ছিলেন আমার ঘরেই। ৯টা থেকে শিফট শুরু হয়,  কিছু কর্মী সাড়ে নটার পর ঢুকেছেন। তাঁদের অনুপস্থিত করে দেওয়া হয়েছে খাতায় কলমে। যাঁরা আজ দেরি করে ঢুকেছেন তাদের কাছে  কারণ জানতে চাওয়া হয়েছে।"

.