দুর্ঘটনায় আহত ১৭, আপাতত বন্ধ রাখার নির্দেশ নিক্কোপার্ক

আপাতত নিক্কোপার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। পুলিসের প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় কলকাতার অ্যাডভেঞ্চার পার্কে। ওয়াটার রাইডের সময় তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে।

Updated By: Aug 21, 2012, 06:33 PM IST

আপাতত নিক্কোপার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। পুলিসের প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় কলকাতার অ্যাডভেঞ্চার পার্কে। ওয়াটার রাইডের সময় তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সাড়ে ৩টে। ভিড়ে ঠাসা নিক্কোপার্কের ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। হঠাত্‍-ই ১৭জনকে নিয়ে ১৩ ফুট ওপর থেকে ভেঙে পড়ল ওয়াটার রাইডের ফাইবার স্লাইডের একটি অংশ। আহত হন প্রত্যেকেই। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সবকটি রাইড। নিমেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতাল এবং স্থানীয় একটি নার্সিংহোমে। পরে ১৬ জনকে পাঠানো হয় অ্যাপেলোতে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ইমরান নামে ১৩ বছরের একটি শিশুও রয়েছে। তার কোমর এবং বা পায়ের হাড় ভেঙে গেছে। এএমআরআই হাসপাতালে চিকিত্‍সাধীন ইমরান। দুর্ঘটনার পরই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বন্ধ করে দেওয়া হয়। উত্তেজিত জনতা নিক্কোপার্কের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।
ভেঙে পড়া অংশটি পরীক্ষার জন্য পার্কের ল্যাবে পাঠানো হয়েছে। ছিয়াত্তর ফুটের এই ওয়াটার রাইডটি ছোট ছোট ফাইবারের স্লাইড দিয়ে তৈরি। সাধারণত একজন সাতফুট এগোনোর পর অন্যজনকে নামতে দেওয়া হয়। অভিযোগ মঙ্গলবার নিরাপত্তরক্ষীদের বাধা অগ্রাহ্য করে একসঙ্গে ২৫ জন নেমে পড়েছিল। কিন্তু অন্যদিনের তুলনায় মঙ্গলবার ভিড় কম ছিল বলেই জানিয়েছে নিক্কোপার্ক কর্তৃপক্ষ। পার্কের রেকর্ড বলছে দৈনিক গড়ে ২৭০০ লোক এই রাইডে ওঠেন। কিন্তু মঙ্গলবার মাত্র ১৫০০ টিকিট বিক্রি হয়। তাহলে কেন ভিড় সামাল দেওয়া গেল না তা নিয়ে প্রশ্ন উঠছে।
 
 

.