Sukanta Mazumder: দলত্যাগীদের 'ফিরে আসা'র বার্তা; Dilip Ghosh-র প্রশংসায় পঞ্চমুখ বিজেপি-র নয়া রাজ্য সভাপতি

'ব্র্যান্ড দিলীপ ঘোষের কোনও বিকল্প হয় না'। 

Updated By: Sep 21, 2021, 06:30 PM IST
Sukanta Mazumder:  দলত্যাগীদের 'ফিরে আসা'র বার্তা; Dilip Ghosh-র প্রশংসায় পঞ্চমুখ বিজেপি-র নয়া রাজ্য সভাপতি

নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের পর গেরুয়াশিবিরে ভাঙন অব্যাহত। রাজ্য সভাপতি আসনে বসে এবার দলত্যাগীদের 'ফিরে আসা'র বার্তা দিলেন সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষেরও।

টানা ৬ বছর রাজ্য সভাপতি ছিলেন। স্রেফ ১৮ জন সাংসদই নয়, দিলীপ ঘোষের জমানায় ৩ থেকে বেড়ে দলের বিধায়ক সংখ্যাও পৌঁছে গিয়েছিল ৭৭-এ।  বিধানসভা ভোটের ফল প্রকাশের পর অবশ্য ৩ জন যোগ দিয়েছেন তৃণমূলে। দল ছেড়েছেন আসানসোলের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। বিজেপিতে গণতন্ত্র আছে। সময় এলে খেলা হবে'। তাঁর কথায়, 'আগে বাংলায় রাজনৈতিক সন্ত্রাস ছিল না। সব দলের রাজনৈতিক কর্মীরা ভয়ে আছে। বাংলাকে রক্ষার দায়িত্ব বিজেপির'। 

আরও পড়ুন: Sukanta Majumder: Dilip-র 'গরুর দুধে সোনা' তত্ত্ব; 'বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'

আর দিলীপ ঘোষ? পূর্বসূরীর ভূয়সী প্রশংসা শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। কোনওরকম রাখঢাক না রেখেই  তিনি বললেন, 'ব্র্যান্ড দিলীপ ঘোষের কোনও বিকল্প হয় না। পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম রাজ্য সভাপতি দিলীপদা। ভারতীয় জনতা পার্টিকে যে জায়গায় পেয়েছিলেন, যে জায়গায় পৌঁছে দিয়েছেন, এর জন্য ভারতীর জনতা পার্টির সর্বভারতীয় ইতিহাসে দিলীপদার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে'। জানালেন, 'দিলীপদা চায়ে-পে-চর্চা করেছেন। আগামীদিনে করতে থাকবেন। নেতৃত্ব সবার আছে। টিমগেম হবে, ইন্ডিভিজুয়াল গেমের কোনও জায়গা নেই। আগে লোক কম ছিল, পার্টি ছোট ছিল। দিলীপদা একা লড়াই করেছেন। এবার অনেক ক'জন আছি। সকলে সামনে থেকে লড়াই করব'।

আরও পড়ুন: Mamata-র একবালপুরের সভা বাতিল, 'দুয়ারে নৌকা প্রকল্প শুরু করুক', খোঁচা BJP-র

দিলীপ ঘোষের পর রাজ্য সভাপতি কে হবেন? তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল গেরুয়াশিবিরে। দিলীপের কাছে মতামত জানতে চেয়েছিলেন জেপি নাড্ডা। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতির কাছে বালুরঘাটের তরুণ সাংসদের (Sukanta Majumdar) নাম প্রস্তাব করেন সদ্য প্রাক্তন রাজ্য় সভাপতিই। শেষপর্যন্ত বিজেপি নয়া রাজ্য সভাপতি হলেন সেই সুকান্ত মজুমদারই।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.