Sukanta Majumder: Dilip-র 'গরুর দুধে সোনা' তত্ত্ব; 'বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'

পূর্বসূরীর মন্তব্যের ব্যাখ্যা দিলেন  বিজেপি-র নয়া রাজ্য সভাপতি। 

Updated By: Sep 21, 2021, 05:18 PM IST
Sukanta Majumder: Dilip-র 'গরুর দুধে সোনা' তত্ত্ব; 'বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'

নিজস্ব প্রতিবেদন:  'বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'। পূর্বসূরীর 'গরুর দুধে সোনা' মন্তব্যের ব্যাখা দিলেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'দিলীপ ঘোষের মন্তব্য অতিরঞ্জিত করেছে বিরোধীরা'। 

জল্পনা ছিলই। একুশের ভোটের পর এবার বড়সড় রদবদল ঘটে গেল রাজ্যে বিজেপিতে। সভাপতি পদ থেকে সরলেন দিলীপ ঘোষ। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বালুরঘাটর সাংসদ সুকান্ত মজুমদারকে। গতকাল বিজ্ঞপ্তি জারি করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে করলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি। তাঁর কথায়, 'একটা খাবার খেলে আয়রণ বাড়ে। তার মানে এই নয় যে, আয়রণ দিয়ে টিএমটি বার বানিয়ে আপনি বাড়ি বানাবেন। সোনা পাওয়া যায় মানে গয়না বানানো যায়, এমন নয়। মিলিকিউলার লেভের কথা বলেছিলেন দিলীপদা। অতিরঞ্জিত করে আমাদের যারা রাজনীতির বিরোধী, তারা অন্যভাবে প্রকাশ করেছেন। বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'।

আরও পড়ুন: Mamata-র একবালপুরের সভা বাতিল, 'দুয়ারে নৌকা প্রকল্প শুরু করুক', খোঁচা BJP-র

তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। ২০১৯ সালে বর্ধমানে গাভীকল্যাণ সমিতির সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। মঞ্চে দাঁড়িয়ে মেদিনীপুরের সাংসদ বলেছিলেন, 'গরুর দুধে সোনার ভাগ থাকায় হলুদ রং হয়। দেশি গরুর কুঁজে থাকে স্বর্ণনাড়ি।' এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় মিমে। শত বিতর্কেও কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি দিলীপ। বরং 'গোমাতা'র কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.