নেতাজিনগর কলেজে ছাত্র সংঘর্ষ
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার নেতাজিনগর কলেজে। এসএফআইয়ের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে ভোট করাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের অভিয়োগ, ভোটদানে বাধা দিচ্ছে এসএফআই।
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার নেতাজিনগর কলেজে। এসএফআইয়ের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে ভোট করাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের অভিয়োগ, ভোটদানে বাধা দিচ্ছে এসএফআই।
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার এসএফআই ও টিওমসিপি-এর সঙ্গে সংঘর্ষের জেরে আহত হয়েছিল ৫ জন। ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি কলেজে। ফের কলেজ ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নেতাজিনগর কলেজ। পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে এস এফ আই ও তৃণমূল ছাত্র পরিষদ। এসএফআইয়ের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে স্থানীয় একটি সিপিআইএম কার্যালয়ে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক সিপিআইএম নেতা। ছাত্র সংঘর্ষের ঘটনায় কলেজের এক অধ্যাপিকাও অসুস্থ হয়ে পড়েছেন।