সিএএ-এনআরসি নিয়ে চাপানউতোরের মাঝে কলকাতায় একমঞ্চে থাকবেন মোদী-মমতা

চলতি মাসে কলকাতায় দু'দিনের সফরে আসছেন নরেন্দ্র মোদী। 

Reported By: সুতপা সেন | Updated By: Jan 2, 2020, 10:17 PM IST
সিএএ-এনআরসি নিয়ে চাপানউতোরের মাঝে কলকাতায় একমঞ্চে থাকবেন মোদী-মমতা

নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ, পোর্ট ট্রাস্টের ১৫০ বর্ষপূর্তি। কলকাতায় একমঞ্চে থাকতে চলেছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে বিজেপিকে কাঠগড়ায় তুলে চলেছেন। এহেন প্রেক্ষাপটে একমঞ্চে মমতা-মোদী, বেশ তাত্পর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও এটা নিছকই সরকারি অনুষ্ঠান।                   

১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান। সেই উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপস্থিত থাকবেন মোদী-মমতা। এনআরসি, সিএএ নিয়ে জোরদার আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে স্থগিত করেছেন এপিআর। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তীব্র ভাষায় কটাক্ষও করেছেন মমতা। সবমিলিয়ে এনআরসি ও সিএএ বিরোধী মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। সেটা ভালোভাবেই জানেন প্রধানমন্ত্রী। ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে অনুপ্রবেশকারী তাড়ানোর দাবিতে কাগজের তাড়া স্পিকারের উদ্দেশে ছুঁড়েছিলেন বলেও মনে করিয়ে দিয়েছেন মোদী।  বিজেপির ওই ভিডিয়োকে ভুয়ো বলে দাবি করেছেন মমতা। ঠিক এমন সময়েই মোদী-মমতা একমঞ্চে। 

রাজনীতির বাইরে অনুষ্ঠান। কিন্তু রাজনীতি কি আর বাদ যায়? বিশেষ করে বাংলায় তৃণমূলের মূল বিরোধীই হয়ে উঠেছে বিজেপি। লোকসভা ভোটের পর দুই দলের টক্কর আরও বেড়েছে বই কমেনি! ব্যাপারটা বেশ তাত্পর্যপূর্ণ হবে বলে মনে করছেন অনেকে। 
         

চলতি মাসে কলকাতায় দু'দিনের সফরে আসছেন নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। সম্ভবত মালদহে হতে পারে সভা। যদিও সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো, রাজারহাটে ক্যান্সার হাসপাতালের উদ্বোধনও করতে পারেন মোদী। উল্লেখ্য, এর আগে বহুবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। কিন্তু প্রতি বারই তা পিছিয়ে গিয়েছে। এবার ১১ জানুয়ারি মোদী রাজ্য সফরে এলে, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন হয় কিনা, সেটাই দেখার। 

আরও পড়ুন- পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধীরা: মোদী

.