নারদা ভয়েস রেকর্ড: সিবিআই দফতরে হাজিরা শোভনের, সঙ্গে ছিলেন বৈশাখীও

এদিন তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয় তাঁর। এদিন প্রায় এক ঘণ্টা সিবিআই দফতরে ছিলেন তিনি।  

Updated By: Sep 11, 2019, 01:17 PM IST
নারদা ভয়েস রেকর্ড:  সিবিআই দফতরে হাজিরা শোভনের, সঙ্গে ছিলেন বৈশাখীও

নিজস্ব প্রতিবেদন: নারদকাণ্ডে আজ সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয় তাঁর। এদিন প্রায় এক ঘণ্টা সিবিআই দফতরে ছিলেন তিনি।

 

সকাল ১১টা নাগাদ গাড়িতে সিবিআই দফতরে পৌঁছন শোভন চট্টোপাধ্যায়। ওই একই গাড়িতে ছিলেন বৈশাখীও। নারদ কাণ্ডে এর আগেও প্রাক্তন মেয়রকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি দিল্লিতে থাকায় উপস্থিত হতে পারেননি। দ্বিতীয় দফায় তলবের পর এদিন তিনি হাজিরা দেন।

কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত JMB মডিউলের সদস্যরা? STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

বিজেপিতে যোগদানের পর  তাঁকে নোটিস পাঠায় সিবিআই। এর আগে নারদাকাণ্ডে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

সম্প্রতি ম্যাথু স্যামুয়েলের গোপন ক্যামেরার সূত্রে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেগুলি নিয়েই প্রশ্ন করা হয় শোভন চট্টোপাধ্যায়কে।

সিবিআই সূত্রে খবর, তিনি আজ আসতে পারবেন না। ইমেল মারফত তা জানিয়েছেন ম্যাথু। এ দিন সিবিআই অফিসে পৌঁছেছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। তাঁরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।

 

.