'গৃহবন্দি' ফিরহাদদের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে সিবিআই
নারদ মামলায় ৪ অভিযুক্তের জামিন নিয়ে মতের অমিল হয় দুই বিচারপতির।
নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশের পর ফিরহাদদের বাড়িতে ঢোকার পথে সিসিটিভি বসানোর তোড়জোড় শুরু করল সিবিআই। তাঁদের বাড়িতে কারা আসছেন, তার উপরে নজর রাখা হবে। ৪ নেতা বাড়িতেই থাকছেন কিনা, তাও নিশ্চিত করবে এই ব্যবস্থা।
শুক্রবার ফিরহাদ, শোভন, সুব্রত ও মদনের জামিন নিয়ে মতভেদ দেখা যায় দুই বিচারপতির। মামলা পাঠানো হয়েছে বৃহত্তর বেঞ্চে। সেই মামলার শুনানি না হওয়া পর্যন্ত গৃহবন্দি থাকবেন ৪ অভিযুক্ত। তাঁদের গৃহবন্দি দশা সুনিশ্চিত করতে বাড়ির বাইরে বসছে নজরদারি ক্যামেরা। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। নজর রাখা হবে তাঁদের গতবিধির উপরে।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলছিল সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিনের মামলা। নারদ মামলায় ৪ অভিযুক্তের জামিন নিয়ে মতের অমিল হয় দুই বিচারপতির। ধৃতদের জামিন দেওয়ার পক্ষে ছিলেন অরিজিৎ। কিন্তু বিরোধিতা করেন প্রধান বিচারপতি। মামলা পাঠানো হয় বৃহত্তর বেঞ্চে।
আরও পড়ুন- বাড়ি ফিরলেন ফিরহাদ, অসুস্থতার কারণে হাসপাতালেই মদন-সুব্রত