পুরসভা এলাকায় খারাপ ফলের জবাবদিহি করতে হল পুরসভার চেয়ারম্যানদের

বিধানসভা ভোটে পুরসভা এলাকায় খারাপ ফলের জবাবদিহি করতে হল পুরসভার চেয়ারম্যানদের। আজ তৃণমূল ভবনে একশ দশ জন পুর চেয়ারম্যান ও তৃণমূলের মেয়রদের নিয়ে বৈঠক করেন  দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায় ও সুব্রত বক্সী। পুর মন্ত্রী ববি হাকিম জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে পুরসভা এলাকায় কেন দলের ফল খারাপ হল তা নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়েছে।

Updated By: Jun 25, 2016, 07:41 PM IST
পুরসভা এলাকায় খারাপ ফলের জবাবদিহি করতে হল পুরসভার চেয়ারম্যানদের

ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটে পুরসভা এলাকায় খারাপ ফলের জবাবদিহি করতে হল পুরসভার চেয়ারম্যানদের। আজ তৃণমূল ভবনে একশ দশ জন পুর চেয়ারম্যান ও তৃণমূলের মেয়রদের নিয়ে বৈঠক করেন  দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায় ও সুব্রত বক্সী। পুর মন্ত্রী ববি হাকিম জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে পুরসভা এলাকায় কেন দলের ফল খারাপ হল তা নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়েছে।

পুরসভার উন্নয়নম়ূলক কাজেও  জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে চেয়ারম্যানদের। পানীয় জল  প্রকল্প ও বিপিএল তালিকা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

.