পিএসি-র সদস্য পদে মনোনয়ন জমা Mukul-র, আইনি পদক্ষেপের ভাবনায় BJP

বুধবার শেষ দিনে সদস্য পদে মনোনয়ন জমা দেন মুকুল রায় (Mukul Roy)। তাঁকে সমর্থন করেন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক। 

Updated By: Jun 23, 2021, 07:31 PM IST
পিএসি-র সদস্য পদে মনোনয়ন জমা Mukul-র, আইনি পদক্ষেপের ভাবনায় BJP

নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। বুধবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) সদস্য পদে মনোনয়ন জমা দিলেন মুকুল রায় (Mukul Roy)। আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত কয়েকদিন ধরেই খবর ছিল, মুকুল রায়কে (Mukul Roy) পিএসি-র চেয়ারম্যান করা হতে পারে। এ দিনের পর আরও জোরালো হল সেই সম্ভাবনা। তার পাল্টা মুকুলের (Mukul Roy) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু অধিকারীরা। বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, তাদের মনোনীত অশোক লাহিড়ীকে পিএসি-র চেয়ারম্যান পদ না দেওয়া হলে অন্য সমস্ত কমিটি বয়কট করা হবে। 

 

রীতি অনুযায়ী পিএসি-র চেয়ারম্যানের পদ পান বিরোধী দলের বিধায়ক। ওই কমিটিতে থাকেন ২০ জন সদস্য। বুধবার শেষ দিনে সদস্য পদে মনোনয়ন জমা দেন মুকুল রায় (Mukul Roy)। তাঁকে সমর্থন করেন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক। বিজেপির তরফে পিএসি-র সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন বিবেকানন্দ বাউড়ি, অম্বিকা রায়, শুভেন্দু অধিকারী, অশোক লাহিড়ী, বঙ্কিমচন্দ্র ঘোষ ও নিখিলরঞ্জন দে। পিএসি-র চেয়ারম্যান হিসেবে অশোক লাহিড়ীর নাম স্পিকারের কাছে পাঠিয়েছিল বিজেপির পরিষদীয় দল। মঙ্গলবার রাতে বিরোধী দলকে চিঠিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, 'পিএসি-র চেয়ারম্যান নিয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।' বিধানসভার অধ্যক্ষের এমন বক্তব্যে মুকুলকে নিয়ে জল্পনা বেড়েছে বই কমেনি!

গত ১১ জুন তৃণমূলে যোগ দিলেও বিধানসভার নথিতে মুকুল রায় এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। কারণ এখনও ইস্তফা দেননি। ইতিমধ্যেই তাঁর বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মানস ভুঁইয়া দলবদল করলেও পিএসি চেয়ারম্যান হয়েছিলেন। মুকুলের ক্ষেত্রে তেমনটা হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে বিজেপি। সূত্রের খবর, আইনি পদক্ষেপের পাশাপাশি বিধানসভার অন্য কমিটিগুলিও বয়কট করা হবে। দলে আলোচনার পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 

আরও পড়ুন- উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
      

 

.