আমতা গণধর্ষণ: ২৪ ঘণ্টার বিরুদ্ধে `পেড নিউজ`-এর অভিযোগ তুললেন তৃণমূল নেতা মুকুল রায়
আমতা ধর্ষণ কাণ্ড নিয়ে প্রশ্ন করায় চব্বিশ ঘণ্টাকেই দুষলেন তৃণমূল নেতা মুকুল রায়। তাঁর পাল্টা বক্তব্য, ধর্ষণকারীদের কোনও জাত হয় না। ২৪ ঘণ্টার বিরুদ্ধে পেড নিউজেরও অভিযোগ তোলেন তৃণমূল নেতা মুকুল রায়।
আমতা ধর্ষণ কাণ্ড নিয়ে প্রশ্ন করায় চব্বিশ ঘণ্টাকেই দুষলেন তৃণমূল নেতা মুকুল রায়। তাঁর পাল্টা বক্তব্য, ধর্ষণকারীদের কোনও জাত হয় না। ২৪ ঘণ্টার বিরুদ্ধে পেড নিউজেরও অভিযোগ তোলেন তৃণমূল নেতা মুকুল রায়।
রাজনৈতিক বিবাদের জেরেই মঙ্গলবার রাতে আমতার মুক্তিরচক গ্রামে একটি বাড়িতে ঢুকে দুই মহিলাকে গণধর্ষণ করা হয়।
এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও সিপিআইএম নেতাদের। তাঁদের বক্তব্য, বেশকিছুদিন ধরে গ্রামের সিপিআইএম সমর্থকদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল।
এরপর রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গ্রামে রাজনৈতিক গণ্ডগোল চলছিল। সম্প্রতি শাসক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়। আমতা থানায় অভিযোগও দায়ের হয়েছিল। শুরু হয় ধরপাকড়। তবে পুলিস কেবল সিপিআইএম সমর্থকদেরই গ্রেফতার করে বলে অভিযোগ। আতঙ্কে পুরুষরা ছিলেন গ্রামছাড়া। সেই সুযোগেই মঙ্গলবার রাতে একটি বাড়িতে ঢুকে দুই মহিলার ধর্ষণ করে একদল দুষ্কৃতী।