টেট পরীক্ষার বিজ্ঞপ্তি চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট

প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবীকে পেশের নির্দেশ দিল আদালত। কাল ফের এই মামলার শুনানি। প্রদেশ কংগ্রেসের তরফে আরটিআই করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে মোট আটটি প্রশ্ন পাঠানো হয়।

Updated By: Feb 6, 2014, 03:27 PM IST

প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবীকে পেশের নির্দেশ দিল আদালত। কাল ফের এই মামলার শুনানি। প্রদেশ কংগ্রেসের তরফে আরটিআই করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে মোট আটটি প্রশ্ন পাঠানো হয়।

জানতে চাওয়া হয়, পরীক্ষার্থীর সংখ্যা কত, কতজন পাস করেছেন, নিয়োগ করা হয়েছে কতজনকে। পরীক্ষার জন্য ঠিক কত পরিমান টাকা সংগ্রহ করা হয়েছে তাও জানতে চাওয়া হয়। প্রশ্নগুলির উত্তর না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ প্রধানবিচারপতি প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি চেয়ে পাঠান।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টার স্টিং অপারেশনে টেট কেলেঙ্কারির চিত্র ধরা পড়ে। এই খবরের জেরে বিক্ষোভে উত্তাল হয় রাজ্য।

.