কেরালায় এল বর্ষা, এসপ্তাহেই রাজ্যেও
অপেক্ষার অবসান। ভারতের মূল ভূখণ্ড ছুঁল বর্ষা। বর্ষার বৃষ্টি শুরু হল কেরালায়। গত ২-৩ ধরেই কেরালায় প্রাক বর্ষার বৃষ্টি হলেও বৃষ্টির পরিমান দেখে আজকের দিনটিকেই এবছরে বর্ষার আবির্ভাবের দিন হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা। সোমবারই দিল্লির মৌসম ভবন জানিয়েছিল আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা আসতে চলেছে কেরালা উপকূলে।
অপেক্ষার অবসান। ভারতের মূল ভূখণ্ড ছুঁল বর্ষা। বর্ষার বৃষ্টি শুরু হল কেরালায়। গত ২-৩ ধরেই কেরালায় প্রাক বর্ষার বৃষ্টি হলেও বৃষ্টির পরিমান দেখে আজকের দিনটিকেই এবছরে বর্ষার আবির্ভাবের দিন হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা।
সোমবারই দিল্লির মৌসম ভবন জানিয়েছিল আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা আসতে চলেছে কেরালা উপকূলে। স্বাভাবিক নিয়মে কেরালায় বর্ষা আসার দিন পয়লা জুন। কিন্তু এইবছর একচুলও না নড়ে প্রায় ৮দিন ঠায় দাঁড়িয়ে ছিল মৌসুমি বায়ু। ফলে প্রায় নির্ধারিত দিনের ৫দিন পর ভারতের উপকূল ছুঁল বর্ষা। সোমবারই মৌসুমি বায়ুর দক্ষিণ প্রান্তটি আরব সাগরের দিকে এগোতে থাকে। স্বাভাবিক নিয়মে মৌসুমি বায়ু কেরালায় পৌঁছনোর ৮দিনের মাথায় দক্ষিণবঙ্গে প্রবেশ করে। সেই অনুযায়ী আগামী ১০ থেকে ১২ জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ২-৩দিনের মধ্যেই মুম্বইতে শুরু হবে বর্ষার বৃষ্টি। দিল্লিতে বর্ষা আসবে জুনের শেষে।
এদিকে দাবদাহের জেরে রাজ্যে মৃতের সংখ্যে বেড়েই চলেছে। সোমবারও গরমের দাপটে রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝাড়গ্রামে প্রাণ হারিয়েছেন ৫ জন। হুগলিতে মৃত্যু হয়েছে ২ জনের। একজনের মৃত্যুর খবর এসেছে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের ঘোলা থেকে। বেসরকারি সূত্রে জানা গেছে, পুরুলিয়াতেও গরমে একজনের মৃত্যু হয়েছে। রবিবার গরমের দাপটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে রাজ্যে গরমে ২৮ জনের মৃত্যু হয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণে সোমবারের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে অস্বস্তি চরমে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিললেও এদিনও পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ৪৫ ছাড়িয়েছে। সবমিলিয়ে দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি ফিরছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।