কোথায় মিলবে কলেজের ফর্ম
রোদে দাঁড়িয়ে ফর্ম তোলা থেকে এছর মুক্তি পেতে চলেছেন ছাত্রছাত্রীরা। কারণ রাজ্যের বেশিরভাগ কলেজেই এবছর ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। সোমবার ফল বেরনোর সঙ্গে বিভিন্ন কলেজে শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। এক নজরে কলকাতার বিভিন্ন কলেজের ওয়েবসাইটের তালিকা, আর কোন জায়গা থেকে পাওয়া যাবে ফর্ম।
রোদে দাঁড়িয়ে ফর্ম তোলা থেকে এছর মুক্তি পেতে চলেছেন ছাত্রছাত্রীরা। কারণ রাজ্যের বেশিরভাগ কলেজেই এবছর ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। সোমবার ফল বেরনোর সঙ্গে বিভিন্ন কলেজে শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। এক নজরে কলকাতার বিভিন্ন কলেজের ওয়েবসাইটের তালিকা, আর কোন জায়গা থেকে পাওয়া যাবে ফর্ম।
লেডি ব্রেবোর্ন কলেজে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ১ থেকে ১২ই জুন। কলেজের ওয়েবসাইট হল ladybrabourne.com
সেন্ট জেভিয়ার্স কলেজে শুধুমাত্র যাঁরা উচ্চমাধ্যমিক পাশ করেছেন তাঁরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন ১২ জুন পর্যন্ত। কলেজের ওয়েবসাইট হল sxccal.edu
নর্থ সিটি ডে অর্থাত্ আনন্দমোহন কলেজে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ৪ থেকে ৯ জুন পর্যন্ত। কলেজের ওয়েবসাইট হল citycollegekolkata.ac.in
নেতাজিনগর ডে কলেজের ক্ষেত্রে ভর্তির ফর্ম পাওয়া যাবে কলেজ থেকেই। সেক্ষেত্রে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ফর্ম দেওয়া হবে।
আশুতোষ কলেজে ভর্তির ফর্ম অনলাইনের পাশাপাশি কলেজের কাউন্টার থেকেও পাওয়া যাবে ৪ থেকে ১৩ জুন পর্যন্ত। কলেজের ওয়েবসাইট হল asutoshcollege.in
বাসন্তীদেবী কলেজের কাউন্টার থেকে ফর্ম দেওয়া হবে ৫ থেকে ১৩ জুন পর্যন্ত।
মুরলীধর গার্লস কলেজের ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। সেক্ষেত্রে ৫ থেকে ১৩ জুন পর্যন্ত কলেজের ওয়েবসাইটে আবেদন করা যাবে। কলেজের ওয়েবসাইট হল muralidhargirlscollege.com
স্কটিশচার্চ কলেজে ৫ থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে চলবে ভর্তি প্রক্রিয়া। কলেজের ওয়েবসাইট হল scotishchurch.ac.in
সেন্ট পলস্ কলেজের ক্ষেত্রে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে ১৪ জুন পর্যন্ত। কলেজের ওয়েবসাইট হল stpaulscmcollege.in
দমদম মতিজিল কলেজে ৫ থেকে ১৩ জুন পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে। কলেজের ওয়েবসাইট হল dumdummotijheelcollege.net বা
dumdummotijheelcollege.org
বিধাননগর গভর্নমেন্ট কলেজেও অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে ৫ থেকে ১৮ জুন পর্যন্ত। কলেজের ওযেবসাইট হল bidhannagarcollege.org
বেথুন কলেজেও অনলাইনে এবছর ভর্তি প্রক্রিয়া চলবে। কলেজের ওয়েবসাইট হল bethunecollege.ac.in