মেট্রোর সুরঙ্গেও এবার মিলবে মোবাইলের নেটওয়ার্ক

এবার থেকে মেট্রো রেলের সুরঙ্গেও পাওয়া যাবে মোবাইলের নেটওয়ার্ক। কলকাতা মেট্রো রেল সার্ভিসে চালু হচ্ছে মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেম কার্যকর হলে সুড়ঙ্গেও কাজ করবে মোবাইলের নেটওয়ার্ক।

Updated By: Jul 19, 2012, 02:43 PM IST

এবার থেকে মেট্রো রেলের সুরঙ্গেও পাওয়া যাবে মোবাইলের নেটওয়ার্ক। কলকাতা মেট্রো রেল সার্ভিসে চালু হচ্ছে মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেম কার্যকর হলে সুড়ঙ্গেও কাজ করবে মোবাইলের নেটওয়ার্ক।
মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন সিস্টেমের সঙ্গে জিএসএমআর টেকনোলজির সাহায্যে মেট্রোভবনের সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে মেট্রো রেলের চালক, গার্ড, স্টেশন মাস্টারের। ফলে যে কোনও বিষয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। ইতিমধ্যেই এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে জমা পড়বে সার্ভে রিপোর্ট। এই প্রকল্পে খরচ হবে প্রায় ১৮ কোটি টাকা। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক চললে ২০১৩ সাল থেকেই চালু হয়ে যাবে এই পরিষেবা।   

.