Exclusive Abhishek: মুকুল রায় এখন কোন দলে? Zee ২৪ ঘণ্টায় স্পষ্ট করলেন অভিষেক

কী বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

Updated By: Feb 6, 2022, 10:05 PM IST
Exclusive Abhishek: মুকুল রায় এখন কোন দলে? Zee ২৪ ঘণ্টায় স্পষ্ট করলেন অভিষেক

নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় (Mukul Roy) এখন কোন দলে? তৃণমূল কংগ্রেসে (TMC) নাকি বিজেপিতে (BJP)? এই প্রশ্নে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar Uttar) বিধায়কের বিধানসভার সদস্যপদ খারিজের জন্য ইতিমধ্যে মামলাও করেছে বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

তৃণমূল কংগ্রেসের একদা 'সেকেন্ড ইন কমান্ড' এখন কোন দলে? Zee ২৪ ঘণ্টায় স্পষ্ট জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, "আমি মুকুল রায়ের (Mukul Roy)  মুখপাত্র নই। মুকুল রায়ের (Mukul Roy)  আইনজীবীর মুখপাত্র নই। ওনারা বলতে পারবেন।" এরপর কিছুটা হেঁয়ালি করেই তিনি বলেন, "আপনিও জানেন। আপনারা সবাই চোখে দেখেছেন।" 

২০১৭-তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায় (Mukul Roy)। কার্যত তোপ দাগেন তৎকালীন যুব তৃণমূলের সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। বিভিন্ন জনসভা, রাজনৈতিক সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি। এরপর ২০১৯-এর লোকসভা ভোট। এ রাজ্যে বিজেপি ১৮টি আসনে জয় লাভ করলে, সেই কৃতিত্বও পান মুকুল রায় (Mukul Roy)। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিও হন তিনি। ২০২১-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ীও হন। 

বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের একমাস পর পট পরিবর্তন ঘটে। তৃণমূল কংগ্রেসে (TMC) 'রায়বাবু'র ঘরওয়াপসি ঘটে। 'ঘরের ছেলে মুকুল'কে ফের তৃণমূল কংগ্রেসে (TMC) স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যে অভিযেকের বিরুদ্ধে একদা নানান অভিযোগ তুলেছিলেন, তাকেই বুকে টেনে নেন কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar Uttar) বিধায়ক। এরপরই মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি (BJP)। তাঁর বিরুদ্ধে মামলাও হয়। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।   

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away: ভি. বালসারার ডাকে বউবাজারে চলে এলেন লতা, গাইলেন মাত্র ১ টাকার বিনিময়ে!

আরও পড়ুন: Municipal Election 2022: জেলায় জেলায় প্রার্থী-বিক্ষোভ, পুরভোটের আগে নির্দেশিকা জারি তৃণমূলের

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.