Ration Distribution Scam | Jyotipriya Mallick: বারবার বমি! ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি জ্যোতিপ্রিয়...
মেয়ের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বমি, এজলাসেই অজ্ঞান মন্ত্রী!
মৈত্রেয়ী ভট্টাচার্য: MRI-তে তেমন কিছু পাওয়া যায়নি। কিন্তু বমি করছেন বারবার! মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করা হল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখার সিদ্ধান্ত নিয়েছে মে়ডিক্যাল বোর্ড।
আরও পড়ুন: Train: শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা...
২১ ঘণ্টার ম্যারাথান জেরা। রেশন দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখন তিনি বনমন্ত্রী। কবে? বৃহস্পতিবার গভীর রাতে। ইডি সূত্রে খবর, আপ্ত সহায়কে বয়ান হাতে আসার সেই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী। কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি।
আজ, শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ৬ নভেম্বরে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তখন কাঠগড়ায় সামনেই দাঁড়িয়েছিলেন। বিচারকের নির্দেশ শোনার পর এজলাসেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকী, বমিও করে ফেলেন জামায়। আদালত সূত্রে তেমনই খবর।
এদিকে পরিস্থিতি খতিয়ে দেখার পর ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক তনুময় কর্মকার। পরে অবশ্য মন্ত্রীকে পরিবারের পছন্দমতো বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি নির্দেশ দেওয়া হয়। আদালতের আরও নির্দেশ, বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিনে একঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন মন্ত্রী।
আরও পড়ুন: Governor CV Ananda Bose: 'কেন ফলকে অনুপস্থিত রবীন্দ্রনাথ'? উপাচার্যের কাছে কৈফিয়ত তলব রাজ্য়পালের
ঘড়িতে তখন ৬টা ১০। বৃহস্পতিবার ভোরে সল্টলেকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। এরপর ২১ ঘণ্টা ধরে চলে তল্লাশি, জেরা। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারি, 'বালুর শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফআইআর করব। এর আগে সুলতান আহমেদের সঙ্গে হয়েছে, প্রসূন মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই কারণেই প্রসূন মূখার্জির বউ মারা গিয়েছিল'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)