মিন্টোপার্কে পথ দুর্ঘটনা, মৃত ১ অফিস যাত্রী

অফিস যাওয়ার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম পরাগ কমলকান্ত শাহ। হাওড়ার বাসিন্দা পরাগবাবু রবিবার সকালে বাসে করে অফিস যাচ্ছিলেন। মিন্টোপার্কে বাস থেকে নামেন পরাগবাবু। তখনই উল্টোদিক থেকে আসা নাকতলা-হাওড়াগামী একটি মিনিবাস পিছন থেকে এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় পরাগবাবুর। নাকতলা-হাওড়ার চালক এবং কন্ডাক্টর পলাতক।

Updated By: Nov 3, 2013, 11:57 AM IST

অফিস যাওয়ার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম পরাগ কমলকান্ত শাহ। হাওড়ার বাসিন্দা পরাগবাবু রবিবার সকালে বাসে করে অফিস যাচ্ছিলেন। মিন্টোপার্কে বাস থেকে নামেন পরাগবাবু। তখনই উল্টোদিক থেকে আসা নাকতলা-হাওড়াগামী একটি মিনিবাস পিছন থেকে এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় পরাগবাবুর। নাকতলা-হাওড়ার চালক এবং কন্ডাক্টর পলাতক।
রবিবার সাতসকালে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায়, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বলে জানিয়ছেন প্রত্যক্ষদর্শীরা।

.