Mimi Chakraborty: দলনেত্রীর কাছে 'ইস্তফা' সাংসদ মিমি-র, প্রত্যাখ্যান মমতার?

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার খবরের মাঝেই জানা যায় বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় আসার কথা মিমি চক্রবর্তীর। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। 

Updated By: Feb 15, 2024, 04:25 PM IST
Mimi Chakraborty: দলনেত্রীর কাছে 'ইস্তফা' সাংসদ মিমি-র, প্রত্যাখ্যান মমতার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংসদ পদ থেকে ইস্তফা পত্র দিয়েছেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। দলনেত্রি তা গ্রহণ করলে সংসদে গিয়ে ইস্তফা দেবেন তিনি। যদিও অভিনেত্রীর সূত্রে জানা গিয়েছে যে দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা গ্রহণ করেননি।

একের পর এক দুটি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাংসদ মিমি চক্রবর্তী। পাশাপাশি তিনি সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকেও পদত্যাগ করেছেন। জানা গিয়েছে সাংসদ হিসেবে কাজ করার সময়ে কিছু বাধার সম্মুখীন হয়েছেন তিনি। সেই বাধার কথাই তিনি দলনেত্রীকে জানিয়েছেন বলে সাংবাদমাধ্যমকে বলেন তিনি।

আরও পড়ুন: Dev summoned by ED: রাজনীতিতে ফেরার পরই ইডি-র ডাক পেলেন দেব, এবার দিল্লি

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার খবরের মাঝেই জানা যায় বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় আসার কথা মিমি চক্রবর্তীর। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।

সেই সাক্ষাতের পরে সংবাদ মাধ্যমের সামনে মিমি চক্রবর্তী জানিয়েছেন, ‘সাংসদপদ থেকে পদত্যাগের চিঠি ওনাকে দেওয়া হয়েছে দু’দিন আগে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। পরিষেবা দিতে যে বাধা আমি পেয়েছি তাঁর কথা আমি দিদিকে জানিয়েছি। তিনি জানিয়েছেন তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বাকিটা পুরোটাই দিদির উপর। আমি সবসময়ে অনেস্ট থাকার চেষ্টা করেছি’।

আরও পড়ুন: C V Ananda Bose: 'হুব্বা' দেখতে যাবেন রাজ্যপাল, ভূয়সী প্রশংসা ব্রাত্য বসুরও

তিনি আরও বলেন, ‘দলের বিরুদ্ধে আমি কখনও কথা বলিনি। দলনেত্রীর পারমিশন ছাড়া আমি তা কখনও বলব না। ব্যক্তি আমার যে বাধা হয়েছে তা আমায় দলনেত্রীকে জানাতে হবে। সেটা আমি জানিয়েছি। বাকি যে পদক্ষেপ নেওয়ার সেটা উনি নেবেন।

লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি এমনটাই জানা গিয়েছিল সূত্র মারফৎ। ২০১৯ সালে যাদবপুর থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই সাংসদ নির্বাচিত হন তিনি। সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটি ও শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য ছিলেন মিমি।

জানা গিয়েছে গত পাঁচ বছরে সংসদের মিমির উপস্থিতির হার শূন্য। পাশাপাশি, নিজের সংসদীয় এলাকা যাদবপুরে সময় দেননি বলেই জানা গিয়েছে। এই নিয়ে সাংসদের বিরুদ্ধে ক্ষোভ ছিল তৃণমূলের অন্দরেই।      

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 

.