জমি জটের গেরোয় ফের থমকাল মেট্রোর কাজ
ফের জমি জটের গেরোয় মেট্রো । রেল মন্ত্রীর উদ্বোধনের পরেও জমি জটে আটকে গেল মেট্রোর কাজ। নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পে এয়ারপোর্ট সংলগ্ন একটি সমাধিক্ষেত্রের প্রায় ৬২ কাঠা জমি ঘিরে তৈরি হয়েছে জট।
Updated By: Jul 13, 2016, 01:26 PM IST
ওয়েব ডেস্ক : ফের জমি জটের গেরোয় মেট্রো । রেল মন্ত্রীর উদ্বোধনের পরেও জমি জটে আটকে গেল মেট্রোর কাজ। নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পে এয়ারপোর্ট সংলগ্ন একটি সমাধিক্ষেত্রের প্রায় ৬২ কাঠা জমি ঘিরে তৈরি হয়েছে জট।
জমিটি নিয়ে সংশ্লিষ্ট চার্চ প্রাথমিক সম্মতি দিলেও জানিয়েছে, মানুষের ভাবাবেগকে সম্মান জানাতে জমির বদলে জমি না পেলে কাজ করতে দেওয়া হবে না। অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষের দাবি, জমির বদলে জমি দেওয়া সম্ভব নয়। যার জেরে ভিত তৈরি হয়ে গেলেও মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ আপাতত বিশ বাঁও জলে।