বউবাজার থেকে পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার কথা জানাল মেট্রো কর্তৃপক্ষ
তাপস বাবুকে নিয়ে মোট আটটা পরিবারের বসবাস।
নিজস্ব প্রতিবেদন : বউবাজারের আরও বেশ কিছু বাড়ি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, এলাকায় আরও ২০টি বাড়ি বিপজ্জনক। সেখান থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বুধবার রাতেই রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার কথা জানালেন মেট্রো রেলের আধিকারিকরা।
১০৫ বউবাজার স্ট্রিটে থাকেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়। মোট আটটা পরিবারের বসবাস এই ফ্ল্যাটবাড়িটিতে। এর মধ্যে একটা পরিবার থাকে না। যদিও তাপস বাবু জানান, লিখিত কোনও নোটিস দেয়নি মেট্রো। মৌখিক ভাবে তাঁকে জানানো হয়েছে বিষয়টি। আজ সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঘর ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এরপর বাড়ি খালি করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার কথাও জানান তাপসবাবু। বাকি পরিবারগুলি কান্নায় ভেঙে পড়েছে, কারণ আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের।
আরও পড়ুন - সুড়ঙ্গ বিপর্যয় সামাল দিতে শহরে হংকংয়ের ৩ বিশেষজ্ঞ, পরীক্ষা করা হচ্ছে মাটি-টানেল
মঙ্গলবার ১৩এ দুর্গা পিতুরি লেনের ৩ তলা একটি বাড়ি ভেঙে পড়ার পর বুধবার সকালেও ভেঙে পড়ে ৯নম্বর স্যাঁকরাপাড়া লেনের একটি দোতলা বাড়ির একাংশ। ফলে ফের একবার আতঙ্ক ছড়ায় এলাকায়।