আমাকে, দিলীপকে ও কৈলাসকে খুনের ষড়যন্ত্র করছেন মমতা, বিস্ফোরক মুকুল
অর্জুন সিংয়ের উপরে হামলার ঘটনায় মমতাকে নিশানা মুকুলের।
নিজস্ব প্রতিবেদন: কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভের মঞ্চে হাজির হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুকুল রায়। সন্দেশখালিতে দলীয় কর্মী খুনের ঘটনায় দোষীদের শাস্তিতে দাবিতে শ্যামবাজারে তিনদিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি। ওই মঞ্চে এদিন হাজির হলেন অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।
বারাকপুরের পুলিস কমিশনার মনোজ বর্মার দিকে নিশানা করে এদিন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ''ঠিক দুটোর সময় আইসি জগদ্দল ফোন করে। ফোনে বল হয়, রাস্তা অবরোধ হচ্ছে স্যর। আপনি দেখুন যাতে তুলে দেওয়া হয়। আমি বললাম, ওখানে যাচ্ছি তখন বলে দিচ্ছি। পৌঁছে দেখেছি এমএলএকে ফেলে পেটাচ্ছে। মনোজ বর্মাকে বলেছি। সঙ্গে সঙ্গে মাথায় হিট করল। সিবিআই তদন্ত করা হোক।''
অর্জুনের সুরে মুকুল বলেন, ''যে রাজ্যে পুলিস কমিশনার নির্দিষ্ট পোশাক আছে, সেই পোশাক ছাড়াই রিভলবার হাতে দৌড়চ্ছে। মনোজ বর্মা লাঠি চালাচ্ছে। অর্জুন পৌঁছনোর সঙ্গে সঙ্গে ওর মাথায় আঘাত করে। এটা ভারতের কোনও রাজ্যে ভাবা যায় না। মমতা চক্রান্ত করছেন অর্জুনদের খুন করার জন্য।'' মুকুলের অভিযোগ, ''আমাকে, দিলীপ দাকে ও কৈলাসজিকে হত্যার ষড়যন্ত্র করছেন মমতা ব্যানার্জি। বিজেপির ছোটবড় সব নেতার বিরুদ্ধেই চলছে ষড়যন্ত্র। তার প্রথম পদক্ষেপে টার্গেট করা হল অর্জুনকে।''
সিবিআই তদন্তের দাবি করে মুকুল বলেন, মনোজ বর্মা, জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে যত দূর যেতে হয় যাবো।
আরও পড়ুন- রাজ্যের জেলগুলি এখন থ্রি স্টার হোটেল, সম্বৎসর মেলে মাছ-মাংস-ডিম: কারামন্ত্রী