কাল থেকে বাড়ছে মেট্রোর ভাড়া, এবার থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার যেতে দিতে হবে ৩০টাকা
দমদম থেকে শ্যামবাজার যেতে আজ চার টাকার টিকিটি কেটেছেন। কাল কিন্তু দিতে হবে পাঁচ টাকা। কেননা, কাল থেকেই মেট্রো রেলের নতুন ভাড়া চালু হচ্ছে। পাঁচ কিলোমিটার পর্যন্ত এক টাকা বেশি ভাড়ায় ছাড় মিলবে। কিন্তু কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত যেতে ১৪ টাকার পরিবর্তে গুনতে হবে ২৫ টাকা। পুজোর ঠিক আগেই মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। ভাড়াবৃদ্ধির প্রয়োজনীয়তা মেনে নিলেও ভাড়া পুনর্বিন্যাসের জন্য উদ্যোগী হন খোদ রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এরপরেই মেট্রোর বর্ধিত ভাড়া পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
দমদম থেকে শ্যামবাজার যেতে আজ চার টাকার টিকিটি কেটেছেন। কাল কিন্তু দিতে হবে পাঁচ টাকা। কেননা, কাল থেকেই মেট্রো রেলের নতুন ভাড়া চালু হচ্ছে। পাঁচ কিলোমিটার পর্যন্ত এক টাকা বেশি ভাড়ায় ছাড় মিলবে। কিন্তু কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত যেতে ১৪ টাকার পরিবর্তে গুনতে হবে ২৫ টাকা। পুজোর ঠিক আগেই মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। ভাড়াবৃদ্ধির প্রয়োজনীয়তা মেনে নিলেও ভাড়া পুনর্বিন্যাসের জন্য উদ্যোগী হন খোদ রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এরপরেই মেট্রোর বর্ধিত ভাড়া পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
পুনর্বিন্যাসের পর পাঁচ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে পাঁচ টাকা। পাঁচ থেকে ১০ কিমির ক্ষেত্রে দিতে হবে ১০ টাকা। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৫ টাকা।
২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত যেতে হলে যাত্রীদের গুনতে হবে ২০ টাকা।
২৫ থেকে ৩০ কিলোমিটারের জন্য ভাড়া ৩০ টাকা।
স্মার্ট কার্ডের ক্ষেত্রেও বোনাসের পরিমাণ কমছে। আগে ১০০ টাকার কার্ডে মিলত ন্যূনতম ২০% বোনাস। কিন্তু এবার থেকে তা কমে দাঁড়াচ্ছে ১০%। বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত ভাড়া।