"পর্ণশ্রী থানার ওসি রত্নার কথা শুনে চলছে", পুলিস কমিশনারকে নালিশ মেয়রের
বৃহস্পতিবার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়র।
নিজস্ব প্রতিবেদন: বেহালা পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে নালিশ জানালেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ওই থানার ওসি রত্না চ্যাটার্জির কথা শুনে কাজ করছেন বলে অভিযোগ। প্রয়োজনীয় নথি নষ্টেও সাহায্য করছেন ওসি। এমনটাই আশঙ্কা প্রকাশ করে কলকাতার পুলিস কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই থানার পুলিস যে কার্যকারী পদক্ষেপ করছে না, সেকথা জানিয়ে নিজেকে 'অসুরক্ষিত' দাবি করেছেন মেয়র। দেখুন, মেয়রের সেই চিঠি-
উল্লেখ্য, বৃহস্পতিবার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়র। মেয়রের দাবি, তাঁর পর্ণশ্রীর বাড়িতে বেশ কিছু সম্পত্তি রয়েছে। সেগুলি দেখভালের জন্য নিরাপত্তা কর্মী রেখেছিলেন মেয়র। সেই নিরাপত্তা কর্মীরা কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, তার জন্য খাতায় সই করাতেন। মেয়রের অভিযোগ, এ কাজে বাধা দিচ্ছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এই মর্মে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়র। আরও পড়ুন- স্ত্রী রত্নার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ মেয়র শোভনের