ভয়াবহ অগ্নিকাণ্ড মানিকতলার কাছে লঙ্কার গোডাউনে
শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আগুনে প্রায় ভষ্মীভূত হয়ে গেল একটি লঙ্কার গোডাউনে।
নিজস্ব প্রতিবেদন: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আগুনে প্রায় ভষ্মীভূত হয়ে গেল একটি লঙ্কার গোডাউনে।
আরও পড়ুন : চেকিংয়ের নামে গুণ্ডামির অভিযোগ পুলিসের বিরুদ্ধে
জানা গিয়েছে, গতকাল অর্থাত্ সোমবার রাত বারোটা নাগাদ মানিকতলার কাছে ক্যানেল সার্কুলার রোডে একটি লঙ্কার ডোডাউনে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ১৫টি ইঞ্জিন। কিন্তু কী কারণে আগুন লাগে, তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শট সার্টিকের কারণেই আগুন গেলেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানা গিয়েছে, পাশের প্লাস্টিক কারখানায় ডিউটি করার সময়ে হঠাত্ তিনি বোমা ফাটার মতো আওয়াজ পান। এর মিনিট পাঁচেক পরই দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে ওই লঙ্কার গোডাউনে। স্থানীয় বাসিন্দাদেরও সন্দেহ যে শট সার্কিটের কারণেই আগুন লেগেছে। আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে।
আরও পড়ুন : ইকো পার্কে দুর্ঘটনায় তদন্ত কমিটি গড়ল সরকার, এখনো অচেতন ১ শিশু