সাতসকালে দক্ষিণদাঁড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, মধ্যবয়স্ক ব্যক্তিকে পিষে দিল কৃষ্ণনগর লোকাল

মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন ধরে হাঁটতে গিয়েই বিপত্তি। দক্ষিণদাঁড়িতে মধ্যবয়স্ক ব্যক্তিকে পিষে দিল দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেন।

Updated By: Sep 21, 2019, 12:11 PM IST
সাতসকালে দক্ষিণদাঁড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, মধ্যবয়স্ক ব্যক্তিকে পিষে দিল কৃষ্ণনগর লোকাল

নিজস্ব প্রতিবেদন: মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন ধরে হাঁটতে গিয়েই বিপত্তি। দক্ষিণদাঁড়িতে মধ্যবয়স্ক ব্যক্তিকে পিষে দিল দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেন।

আরও পড়ুন-দেবযানীকে জেরার পর রাজীব কুমারের আপ্ত সহায়ককে ডেকে পাঠাল সিবিআই

শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ কৃষ্ণনগর লোকাল কলকাতা স্টেশন ছেড়ে দমদম যাওয়ার সময়ে দক্ষিণদাঁড়িতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কৃষ্ণনগর লোকাল যখন আসছিল তখন লাইন ধরে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন গৌতম হালদার(৪৫) নামে এক ব্যক্তি। তাকে পিষে দিয়ে চলে যায় ট্রেন।

আরও পড়ুন-পুজো উদ্বোধনে তন্ময় ভট্টাচার্য! পার্টি লাইন নির্ধারণে ‘দ্বিধাবিভক্ত’ আলিমুদ্দিন

ওই ঘটনায় টানা ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দেহটি চিত্পুর জিআরপি উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকার পৌরপিতা টিঙ্কু ভার্মার দাবি, জনবসতি পাশে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষ। এনিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

.