বিজয়া সম্মিলনীতে শিল্প আহ্বানে মমতার তাস থাকল স্থিতিশীলতা, আর অস্বস্তিতে রাখল সেই জমি অধিগ্রহণ
শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিনিয়োগ টানতে রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকেই তুরুপের তাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রে কারা ক্ষমতায় আসবে তা ভাবার দরকার নেই। রাজ্যে তাঁর সরকার স্থায়ী। তাঁর দাবি পাহাড় ও জঙ্গলমহল সমস্যার ইতিমধ্যেই সমাধান হয়েছে।
শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিনিয়োগ টানতে রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকেই তুরুপের তাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রে কারা ক্ষমতায় আসবে তা ভাবার দরকার নেই। রাজ্যে তাঁর সরকার স্থায়ী। তাঁর দাবি পাহাড় ও জঙ্গলমহল সমস্যার ইতিমধ্যেই সমাধান হয়েছে।
শিল্পপতিদের সামনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যকেও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনে রাজ্যে পরিকাঠামো গঠনের ক্ষেত্রে শিল্পপতিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। তবে জমি অধিগ্রহণ নিয়ে এদিনও স্পষ্ট কিছু বলেননি মুখ্যমন্ত্রী।
রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। তাই নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন শিল্পপতিরা। সোমবার, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এই যুক্তিতেই লগ্নি টানার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।
পাহাড় ও জঙ্গলমহলে শান্তি ফেরানো এবং পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর তিনি যে আত্মবিশ্বাসী, সোমবার শিল্পপতিদের তাও বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, রাজ্যের পরিকাঠামো উন্নয়নে শিল্পমহলকে পিপিপি মডেলে লগ্নি করার আহ্বান জানান তিনি।
তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্টেট হাইওয়ে অথরিটি তৈরি করেছে। এক হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে। আরও তিন হাজার কিলোমিটার রাস্তা বানানো হবে।পরিকাঠামো ক্ষেত্রে আপনারা পিপিপি মডেলে বিনিয়োগ করুন। রাস্তা বানান। ব্রিজ বানান।
(ফাইল ছবি)