নোটি বাতিল ইস্যুতে আন্দোলনে ঝাঁঝ আনতে ফের দিল্লি যেতে পারেন মমতা
নোটি বাতিল ইস্যুতে আন্দোলনে ঝাঁঝ আনতে ফের দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ ডিসেম্বর দিল্লি যাওয়ার সম্ভাবনা মমতার। আন্দোলনে এককাট্টা লড়াই করতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তৃণমূলনেত্রীর। গতকাল তৃণমূল ভবনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নোট বাতিলে কত লোক কাজ হারিয়েছেন, কী কী অসুবিধা হচ্ছে তা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হবে। ২৮ ডিসেম্বর নিজের এলাকা থেকে রিপোর্ট নেবেন জেলা সভাপতিরা। পয়লা জানুয়ারি থেকে বুথ স্তরে আন্দোলনে নামছে তৃণমূল।
ওয়েব ডেস্ক: নোটি বাতিল ইস্যুতে আন্দোলনে ঝাঁঝ আনতে ফের দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ ডিসেম্বর দিল্লি যাওয়ার সম্ভাবনা মমতার। আন্দোলনে এককাট্টা লড়াই করতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তৃণমূলনেত্রীর। গতকাল তৃণমূল ভবনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নোট বাতিলে কত লোক কাজ হারিয়েছেন, কী কী অসুবিধা হচ্ছে তা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হবে। ২৮ ডিসেম্বর নিজের এলাকা থেকে রিপোর্ট নেবেন জেলা সভাপতিরা। পয়লা জানুয়ারি থেকে বুথ স্তরে আন্দোলনে নামছে তৃণমূল।
আরও পড়ুন 'মোদী হটাও, দেশ বাঁচাও!' এটাই এখন তৃণমূলের স্লোগান
গতকালের বৈঠকে মমতা বুঝিয়ে দিয়েছেন, দলের এখন সিঙ্গল পয়েন্ট এজেন্ডা মোদী হঠাও, দেশ বাঁচাও। দেশ জুড়ে মোদীর বিরুদ্ধে ঝড় তোলা। সেই লক্ষ্যেই এবার দিল্লি গিয়ে ঘুটি সাজাতে পারেন মমতা।