`আমি বিধবা ভাতা পাইনি`

নারী দিবসে নেতাজি ইন্ডোরের ভিতরে মহিলাদের জন্য সরকারের সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাইরে একটু জিজ্ঞাসাবাদ করতেই পাল্টে গেল ছবিটা। ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে বিধবা ভাতা নিয়ে জানাতে গিয়ে দলীয় কর্মীদের রোষের মুখে পড়লেন সালকিয়ার বাসিন্দা এক বৃদ্ধা।

Updated By: Mar 8, 2013, 07:41 PM IST

নারী দিবসে নেতাজি ইন্ডোরের ভিতরে মহিলাদের জন্য সরকারের সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাইরে একটু জিজ্ঞাসাবাদ করতেই পাল্টে গেল ছবিটা। ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে বিধবা ভাতা নিয়ে জানাতে গিয়ে দলীয় কর্মীদের রোষের মুখে পড়লেন সালকিয়ার বাসিন্দা এক বৃদ্ধা।
মহিলা তৃণমূল কংগ্রেসের পুস্তিকায় ঘোষণা, বিধবা ভাতার সঙ্গে মেডিক্যাল ইনসিওরেন্স জুড়ে আওতাবৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের। শুক্রবার নেতাজি ইন্ডোরে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণাতেও এলো বিধবা-ভাতা প্রসঙ্গ। কিন্তু বাস্তবটাও কী এক? ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে এক বিধবা বলেন, "আমি বিধবা ভাতার টাকা পাইনি।" কিন্তু সেইসময় আচমকাই বৃদ্ধাকে সরিয়ে নিয়ে যান এক তৃণমূল কর্মী। কেন তৃণমূল কংগ্রেস কর্মীরা বলতে দিলেন না এই বৃদ্ধাকে?
 
তাহলে কি মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং বাস্তবের ভিন্নতা ঢাকতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের এই আচরণ? নারী দিবসে বয়স্কা মহিলার কণ্ঠরোধ করতেই কি এমন আচরণ তৃণমূল কর্মীদের?  
 

.