সিঙ্গুর রায় নিয়ে টাউন হলে বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টের রায়ের পর সিঙ্গুর নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাউন হলে ওই বৈঠকে উপস্থিত আছেন তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত নেতানেত্রী, বুদ্ধিজীবীরা।

Updated By: Jun 23, 2012, 04:51 PM IST

কলকাতা হাইকোর্টের রায়ের পর সিঙ্গুর নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাউন হলে ওই বৈঠকে উপস্থিত আছেন তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত নেতানেত্রী, বুদ্ধিজীবীরা। থাকবেন, সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টে কীভাবে কলকাতা হাইকোর্টের রায়ের মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।
পাশাপাশি, সিঙ্গুর সমস্যা নিয়ে দলীয় রণনীতির অভিমুখ নিয়েও কথা হবে। সিঙ্গুর জমি আইন অসাংবিধানিক - কলকাতা হাইকোর্টের এই রায়ের পর রাজ্য সরকারের প্রতি সিঙ্গুরবাসীর আস্থা অনেকটাই ধাক্কা খেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

.