Amit-র রাম নামের চ্যালেঞ্জে Mamata-র জবাব,'জয় সিয়া রাম'

কোচবিহারের সভায় 'জয় শ্রী রাম' বিতর্কে মমতাকে নিশানা অমিতের। 

Updated By: Feb 11, 2021, 09:19 PM IST
Amit-র রাম নামের চ্যালেঞ্জে Mamata-র জবাব,'জয় সিয়া রাম'

নিজস্ব প্রতিবেদন:  'জয় শ্রী রাম'-এ (Jai Sree Ram) কেন অপমানিত বোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? কোচবিহারের জনসভায় প্রশ্ন তুলেছেন অমিত শাহ (Amit Shah)। এমনকি তাঁরা দাবি করেছেন, 'নির্বাচন আসতে আসতে জয় শ্রী রাম বলতে শুরু করবেন মমতা দিদিও।' সেই মমতাই সন্ধেয় একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বললেন, 'আমরা জয় সিয়া রাম বলি। মানে সীতা ও রাম।'    

এ দিন অমিত শাহ (Amit Shah) বলেন,'বাংলায় এমন পরিবেশ তৈরি করেছেন, যেন জয় শ্রী রাম বলা অপরাধ! আরে দিদি জয় শ্রী রাম এখানে বলবে না তো কি পাকিস্তানে বলবে? জয় শ্রী রামে কেন অপমানিত বোধ করেন আপনি? গোটা দেশ, এমনকি দুনিয়াজুড়ে কোটি কোটি মানুষ আমাদের আরাধ্য শ্রী রামকে স্মরণ করে গৌরবান্বিত হন। আর আমি একটা সম্প্রদায়ের ভোটের জন্য তোষণ করছেন। প্রতিশ্রুতি দিচ্ছি ভোট আসতে আসতে মমতা দিদিও জয় শ্রী রাম বলতে শুরু করবেন।'

বিজেপির 'জয় শ্রী রাম' ধর্মীয় নয়, বরং রাজনৈতিক স্লোগান বলে বারবার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন তিনি বলেন,'সব ধর্মকে সম্মান করি। ধর্ম ব্যক্তিগত বিষয়। উৎসব বিশ্বজনীন। ওরা বলে, জয় শ্রী রাম। আমরা জয় সিয়া রাম বলি। মানে সীতা ও রাম। ওরা অপ্রচার করে। মিডিয়া সেটাই দেখায়।' 

গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতার সময় উঠেছিল 'জয় শ্রী রাম' ধ্বনি। প্রতিবাদে পোডিয়াম ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়েও 'জয় শ্রী রাম' বিতর্কে মমতাকে কোণাঠাসা করার চেষ্টা করেছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রীও শ্লেষের সুরে জনসভায় বলেছিলেন,'দিদি কো ভি জয় শ্রী রাম।' বিধানসভা ভোটের আগে আরও একবার 'জয় শ্রী রাম' নিয়ে গেরুয়া শিবির হিন্দুত্বের পালে হাওয়া দিতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের।            

আরও পড়ুন- সবে দেড় লক্ষকে টিকা, ১০ কোটির পর কবে CAA? শাহি-আশ্বাসে প্রশ্ন Mamata-র

.