ভিত্তিহীন অভিযোগ বিশ্বভারতীর বহিরাগতদের, বাড়ি বিতর্কে অমর্ত্যকে চিঠি Mamata-র

অমর্ত্য সেনের বাড়ির জমি একাংশ বিশ্ববিদ্যালয়ের বলে অভিযোগ করেছে বিশ্বভারতীর একটা মহল। 

Updated By: Dec 25, 2020, 05:48 PM IST
ভিত্তিহীন অভিযোগ বিশ্বভারতীর বহিরাগতদের, বাড়ি বিতর্কে অমর্ত্যকে চিঠি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: শান্তিনিকেতনে অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি 'প্রতীচী' নিয়ে বিতর্কে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে বিজেপির নাম নেননি। তবে মমতার নিশানায় গেরুয়া শিবির। বিজেপি ও সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে সরব হওয়ার জন্যই অমর্ত্য সেন আক্রমণের মুখে পড়েছেন, তা চিঠির ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন মমতা। তিনি লিখেছেন,'আপনার পরিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন আপনি। তাই অপশক্তিগুলি আপনার শত্রু  হয়ে উঠেছে। এই লড়াইয়ে আপনার পাশে রয়েছি।'

অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ির জমি একাংশ বিশ্ববিদ্যালয়ের বলে অভিযোগ করেছে বিশ্বভারতীর একটা মহল। পশ্চিমবঙ্গ সরকারের কাছে অভিযোগপত্রও এসেছে। এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'অমর্ত্য সেনকে নিয়ে গর্ব করেন বাংলার মানুষ। আপনারা বিশ্বাস করেন, অমর্ত্য সেন শান্তিনিকেতনের জমি দখল করবেন! ওঁর পরিবার ৭০-৮০ বছর রয়েছে সেখানে। যাঁরা বলছেন, তাঁরা বাংলাকে কতটা চেনেন? অমর্ত্য সেন আদর্শগতভাবে বিজেপির বিরুদ্ধে বলে তাঁর নামে বাড়ি দখল, হকার বসানোর অভিযোগ করছে। এটা বাংলার মানুষ সহ্য করবে না। অমর্ত্য সেনের কাছে আমি ক্ষমা চাইছি।'

এ দিন অমর্ত্য সেনকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'শান্তিনিকেতনের সঙ্গে আপনার পরিবারের গভীর যোগসূত্র সকলেই জানেন। ৮ দশক আগে শান্তিনিকেতনে প্রতীচী বাড়িটি নির্মাণ করেছিলেন আপনার বাবা আশুতোষ সেন। এখন আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর অধুনা কিছু বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ গোঁড়ামির বিরুদ্ধে আপনি লড়াই করছেন। তা করতে গিয়ে অপশক্তিগুলির শত্রু হয়ে উঠেছেন আপনি। এই লড়াইয়ে আমি আপনার পাশে। অসহিষ্ণুতা ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে আপনার বোন ও বন্ধু হিসেবে পাশে আছি। ওদের মিথ্যা অভিযোগ ও অসত্য আক্রমণে দমবেন না। আমরা জয় করবই।'

            

বাংলার বুদ্ধিজীবীদের কাছে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার আহ্বানও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন,বোলপুরের মিছিলে অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের অসম্মানের বিরুদ্ধে সোচ্চার হবেন।
                   

আরও পড়ুন- রাজনৈতিক আখেরের জন্য কৃষকদের ভবিষ্যত নিয়ে খেলবেন না, বিরোধীদের তুলোধনা Modi-র

.