‘ঔদ্ধত্য গর্দ্ধলোক... ছিঃ ছিঃ ছিঃ', জেএনইউ বিতর্কের মাঝে কলম ধরলেন মমতা

সিএএ ও এনআরসির বিরুদ্ধেও কবিতায় প্রতিবাদ করেছিলেন মমতা

Updated By: Jan 7, 2020, 12:07 AM IST
‘ঔদ্ধত্য গর্দ্ধলোক... ছিঃ ছিঃ ছিঃ', জেএনইউ বিতর্কের মাঝে কলম ধরলেন মমতা

নিজস্ব প্রতিবেদন : রবিবার জেএনইউ-তে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপরে হামলার প্রতিবাদে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হামলাকে তিনি ফাসিস্ট সার্জিক্যাল স্টাইক বলে বর্ণনা করেন। নির্যাতিত পড়ুয়াদের পাশে দাঁড়াতে দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলও পাঠিয়েছেন তিনি। দেশজুড়ে সেই হামলার প্রতিবাদের আবহে কলম ধরলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন-জেএনইউ কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় আছড়ে পড়ল বিক্ষোভ, শুনশান রাজ্য বিজেপির সদর দফতর

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার নাম ‘গর্জে ওঠো’।  দেশ কোথায় চলেছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী।  এর বিরুদ্ধে ধিক্কারকের পাশাপাশি জ্বলে উঠতে অনুপ্রেরণা দিয়েছেন মমতা।

আরও পড়ুন-ধর্মঘট মোকাবিলায় কড়া রাজ্য, ৮ জানুয়ারি ছুটি পাবেন না সরকারি কর্মীরা

উল্লেখ্য, এর আগেও সিএএ ও এনআরসির বিরুদ্ধেও কবিতায় প্রতিবাদ করেছিলেন মমতা। কবিতার নাম ছিল অধিকার। বিভাজনকারী শক্তির  সমালোচনা করে প্রশ্ন তুলেছিলেন কেন তাঁর অধিকার হরণ করবে কেউ। এই বিভাজনকারী শক্তির বিরুদ্ধে মানুষ একজোট হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

.