Mamata Banerjee: ৫ দিনের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখে নিন মমতার সফরসূচি

রবিবার থেকে ৫দিনের সফরে যাচ্ছেন তিনি।

Updated By: Oct 24, 2021, 01:24 PM IST
Mamata Banerjee: ৫ দিনের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখে নিন মমতার সফরসূচি
মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসার পর এই প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে ৫দিনের সফরে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যাবেন মমতা। সেখানকার রবীন্দ্রমঞ্চে পুলিশের উদ্য়োগে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন। বিশ্ববাংলা পুরস্কার প্রাপ্ত ক্লাবগুলির হাতেও পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী। 

এছাড়াও ৫ দিনের সফরে কী কী কর্মসূচি রয়েছে তাঁর, দেখে নিন-  

* ২৫ অক্টোবর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে প্রশাসনিক বৈঠক।

* ২৬ অক্টোবর শিলিগুড়ি থেকে কার্শিয়ং-এ যাবেন। 

* ২৭ অক্টোবর দার্জিলিং, কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক।

 * ২৮ অক্টোবর শিলিগুড়ি হয়ে কলকাতা রওনা।

আরও পড়ুন, Covid 19: কলকাতায় কড়া Night Curfew, রাতভর চলল নাকাচেকিং

আজ অর্থাৎ ২৪ অক্টোবর দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে উড়ানে বাগডোগরা সেখান থেকে শিলিগুড়ি যাবেন তিনি। প্রসঙ্গত সেপ্টেম্বরেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু সেই সময় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় সেই সফর বাতিল করেন তিনি। সেই সময় যা কর্মসূচী ছিল এই সফরেও তেমনই থাকছে। কোচবিহার বাদে উত্তরবঙ্গের বাকি সব জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 

মূলত দুটি জায়গায় এই প্রশাসনিক বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি হবে শিলিগুড়িতে, অপরটি হবে কার্শিয়াংয়ে। যেহেতু কোচবিহার জেলায় দিনহাটায় উপনির্বাচন রয়েছে, তাই নির্বাচনী নিয়ম অনুসারে এই বৈঠক থেকে বাদ রাখা হয়েছে কোচবিহারকে। সূত্রের খবর, উত্তরবঙ্গের এই সফরে একগুচ্ছ কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস নেমেছে। ধস বিধস্ত পাহাড়ের বিভিন্ন এলাকাও পরিদর্শন করবেন মমতা, এমনটাই খবর। 

এরপর পাহাড় থেকে ফিরেই গোয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সে রাজ্যে পৌঁছেছেন তৃণমূলের বর্ষীয়াণ নেতা সৌগত রায়, সদ্য বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে আসা বাবুল সুপ্রিয়। সেখানে তাঁরা তৃণমূলের প্রচারাভিযান চালাবেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "আমি কাজ করতে চাই। তাই দিদি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এর আগে গোয়াতে এসেছি। পরিচিত শহর। তবে তা গানের অনুষ্ঠানের জন্য। এবার পলিটিকাল অ্যাসাইনমেন্ট। আমার মন বলছে দিদি এই রাজ্যেও ভাল ফল করবেন।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.