এতটা নির্দয়, নির্মম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি: Mamata

আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandopadhyay) সোমবার নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দেওয়ার কথা জানিয়ে শুক্রবার চিঠি দেয় কেন্দ্র। 

Updated By: May 31, 2021, 08:09 PM IST
এতটা নির্দয়, নির্মম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি: Mamata

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মুখ্যসচিবকে বদলির চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,''রাজ্যের শীর্ষ আমলাকে আপনি ডেকে নিলেন। ৭৪ বছরের ইতিহাসে এটা হয়নি। এটা লজ্জার ব্যাপার।''

 

আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandopadhyay) সোমবার নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দেওয়ার কথা জানিয়ে শুক্রবার চিঠি দেয় কেন্দ্র। আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিব রাখতে এ দিন প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠির উত্তর আসেনি। তার আগে এ দিন আর একটি চিঠি পাঠিয়ে মঙ্গলবার কাজে যোগ দেওয়ার কথা জানান হয় আলাপনকে (Alapan Bandopadhyay)। এনিয়ে উষ্মাপ্রকাশ করেন মমতা। তিনি বলেন,''কী কারণে মুখ্যসচিবকে ডাকা হল তা জানানো হয়নি চিঠি। কেন্দ্র-রাজ্য আলোচনার কথা বলা রয়েছে বিধিতে। অথচ আলোচনা করা হয়নি। এটা প্রতিশোধমূলক আচরণ। এতটা নির্দয়, নির্মম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি! মমতার বিরুদ্ধে তাই মুখ্যসচিবকে আক্রমণ করছেন।''              

  
বাংলায় হার মেনে নিতে না পেরে কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়েছে বলে দাবি মমতার (Mamata Banerjee)। তাঁর বক্তব্য,''আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না। আপনারা হেরেছেন। বাংলায় আপনারা কোথাও নেই। আপনাদের জনাদেশ স্বীকার করে নেওয়া উচিত।''    

সকল রাজ্যকে এককাট্টা হওয়ার বার্তা দিয়েছেন মমতা। তাঁর কথায়,''মিস্টার বিজি প্রাইম মিনিস্টার, মিস্টার মন কি বাত প্রাইম মিনিস্টার কী চান আপনি? আমাকে শেষ করতে চান! যতদিন মানুষের সমর্থন আছে পারবেন না। সকল রাজ্য সরকার, সিনিয়র নেতা, বুদ্ধিজীবী, সব রাজনৈতিক দল ও আমলারা এক জোট হোন। যুদ্ধটা লড়তে হবে। এটা শুধু আলাপন বন্দ্যোপাধ্যায়ের লড়াই নয়। শুধুমাত্র ২ জন সিন্ডিকেট চালাচ্ছে।''

আরও পড়ুন-  অবসর নিলেও আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র
 

 

.